আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ
_________________________
সারিবদ্ধ তৃণের চিকন ডগায় সাঁঙ্কানী যখন ডানা মেলবে অথবা সুদূর শূন্য থেকে ঈগল যখন বিক্ষিপ্ত উল্কা
আমি আসবো
কম্পমান তৃণের আগা ছুয়ে উড়ে যাবার অথবা শূন্য কেটে নিম্নমূখী
হবার কালে
আমি তাদের পিঠে জিন চাপবো লাগাম ও চাবুক ছাড়াই
তারা বিষাক্ত বা ক্ষুধার্ত নয়, সুন্দরের ক্রীতদাস
তোমার সৌরভে প্রান্তরে কাঠগোলাপের অরণ্যে যৌবনোদয়
তোমার নিঃশ্বাসে বৃক্ষ ও বাতাসের মাঝে সমান্তরাল কস্তুরীপথ
সেইসব পথে গাঢ়তর চিহ্ন, গোধূলীর ছায়া
আমি আসবো
তৃষ্ণাক্লান্ত দেহ ও মনে
তুমি হৃদপিন্ডের দরজা খোলা রেখো দু'হাত বাড়িয়ে থেকো
মসলিন আঁচলে জমিয়ে নিও মখমল মেঘ
আর জল রেখো দেহচোখের
অতঃপর
মেঘের কোলে মাথা রেখে শুনে যাব অপার্থিব সুর
তখন পার্থিব আকার
সুগন্ধ
বৃষ্টি আর দেহের জলে মিশে একাকার।।
__________________
_________ বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।