আমাদের কথা খুঁজে নিন

   

অন্যরকম



আজ দিনটা অন্যরকম ভাবে শুরু হল, একটু অন্যরকম। সকালে সাজগোজ করে আমার কর্মস্থলে গেলাম কারণ আজ পহেলা ফাগুন। যা লিখতে ইচ্ছা করছে, আজ দুপুরে যখন অলস সময় কাটাচ্ছিলাম...... মনটা কেমন যেন করে উঠল। কোথাও যেন কাক ডাকছিল, আমার জানালার পাশের আমগাছটায় চড়ুইপাখি কিচির মিচির করছিল, ঠিক যেন স্বপ্ন! দুরে কোথাও যেতে ইচ্ছা করছিল। মাঝে মাঝে মন পাখিটার কি যে হয়, কেন যে হয়, কে জানে! আমি এসব নিয়ে মানে, মন টন নিয়ে খুব একটা ভাবি না, শুধু আজ, আজই এমন হল... কেমন যেন একটা মন খারাপ ভাব, কে আছে কে নেই এসব ভাবনা আজ খুব জ্বালাচ্ছে ... একেবারেই শান্তি দিচ্ছে না।

হাঃ হাঃ হাঃ !!! আমার খুব হাসতে ইচ্ছা করছে............। নিজে নিজেকেই উপহাস করতে ইচ্ছা করছে ! আবার অন্য দিকে কাদঁতে ইচ্ছা করছে! এটাকে কি বলব, অন্য একটা স্বত্তা ? জানি না...... আচ্ছা আমি এসব কি আবোল তাবোল লিখছি? খুব বেশি আবোল তাবোল কি? হয়ত, হয়ত পাগলের প্রলাপ ! হিঃ হিঃ হিঃ.........। আমারতো লিখতে বেশ লাগছে। আমি আমারটাই দেখব, আমি কি চাই, কি ভাল লাগে। আমার আমি, সবার আগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।