আমাদের কথা খুঁজে নিন

   

দাঁড়াবার জায়গা



দাঁড়াবার জায়গা ========== চারদিকে অপহৃত আনন্দ সন্ন্যাস। সওয়ারহীন ঘোড়ার ক্ষুর স্পর্শ করছে দ্রষ্টব্য ধাতু। কেতু হাতে আমরা এগুচ্ছি নবম সূর্যের দিকে, জন্মান্ধ হরিণ যেমন অরণ্যের ওপাশে খুঁজে সর্বশেষ দাঁড়াবার জায়গা। অনুসারী গ্রহগুলো একদিন আমাদের হবে। এই প্রত্যয় ব্যক্ত করে যেদিন পৃথিবী থেকে মহাপ্রস্থান করলেন আমার পিতামহ, সেদিনই প্রথম আমি অপহরণ করতে শিখি আলো ও আনন্দ। কারণ জীবন, আলো ছাড়া পায় না স্বপ্নস্বত্ব। আর ছায়াগুলো পায় না একক দেবত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।