আমাদের কথা খুঁজে নিন

   

আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার - " চে " তোমায় সালাম ...

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়- আমি এখনও প্রস্তুত হতে পারি নি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনও সুড়ঙ্গের মধ্যে আধো-আলো ছায়ার দিকে রয়ে গেছি, আমার দেরি হয়ে যাচ্ছে. সুনীল এর কবিতা, আসলেই খুব দেরী হয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় ৪০ বছর আগে যিনি বিপ্লবের এক অমোঘ চেতনা আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন, আমরা তার কতটুকু আমাদের অন্তরে ধারণ করতে পেরেছি। " চে " এর আজ মৃত্যুদিন। ১৯৬৭ এর এই দিনে বিশ্ব-মোড়ল আমেরিকার সহযোগীতায় বলিভিয়ার সৈন্যরা তাকে হত্যা করে।

১৯২৮ সালের ১৪ই জুন আর্জেন্টিনার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে চে গুয়েভারা জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম ছিল এরনেস্তো গুয়েভারা দে লা সের্না। বাবা গুয়েভারা লিঞ্চ। মা মেরিলা মেনা। এরনেস্তো চে গুয়েভারা ছিলেন একই সঙ্গে একজন কমিউনিস্ট, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা।

আর্জেন্টিনার একটি মেডিকেল কলেজে তার ডাক্তারি পড়াশোনা। পড়াশুনা শেষে রক্ত বিশেষজ্ঞ হন। কিন্তু এই ডাক্তারের রক্তে এবং চেতনায় ঢুকে যায় স্মাজবাদ। যার চিন্তা-চেতনায় অহর্নিশ গোত্তা খেতে থাকে শোষিত মানুষের হাহাকার। তাই ছুটে যান নিরন্ন-অনাহারী মানুষের কাছে।

দিনের পর দিন। মাসের পর মাস। এভাবে পার হয়ে যায় বছর। শোষিত মানুষের মুক্তির জন্য বিপ্লবের নেশায় পাগল হয়ে ওঠেন তিনি। বন্ধু চিচিনার দেয়া ১৫ ডলার ও বন্ধু আলবার্তোকে সঙ্গে নিয়ে জরাজীর্ণ মোটর সাইকেলে চড়ে আর্জেন্টিনার ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে ঘুরে বেড়ান ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে।

উদ্দেশ্য একটাই_ বিপ্লব। প্রত্যক্ষ করেন সেখানকার বাস্তবতা। ঘুরে বেড়ান পেরু, ভেনিজুয়েলা, পানামা, ইকুয়েডর, মেক্সিকো, কঙ্গো, উগান্ডা, কেনিয়া, তাঞ্জানিয়া ও কিউবাসহ আরো অনেক দেশে। এসব দেশে তিনি বিপ্লবী তৈরী ও বিপ্লব সংগঠিত করার জন্য বিপ্লবী কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেন। আর এভাবেই তিনি হয়ে ওঠেন পুজিবাদী আমেরিকার শত্রু।

১৯৫৬ সালে আরেক বিপ্লবী কাস্ত্রো এর সাথে তার যোগাযোগ হয়। সেখানে তিনি ২৬শে জুলাই নামে একটি সংগঠনে যোগ দেন। মুলত এখানেই তার সাংগঠনিক দক্ষতা আর বিপ্লবের জ্ঞানটা প্রকাশিত হতে থাকে। এরপর তিনি সেখান থেকে বলিভিয়া যান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাজ করতে। আর সেখানে CIA এর সহযোগীতায় বলিভিয়ার সৈন্যরা তাকে আজ এই দিনে হত্যা করে।

" চে " - তোমায় সালাম। হাজার সালাম। আবার সুনিলের সাথে বলি - শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হওয়ার আমারও কথা ছিল রাইফেলের কুঁদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাওয়ার
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।