আমাদের কথা খুঁজে নিন

   

আপনার প্রিয় মুভির তালিকা দিন

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

হিন্দী ভাষাটা আমি একেবারেই বুঝিনা। তাই হিন্দী ছবি কখনও দেখা হয়নি। যতদূর মনে হয় এর প্রায় সব গুলোই প্রেম ভালবাসা বিভিন্ন আঙ্গিক, স্বল্প্ শিক্ষিত উপমহাদেশের মানুষের জন্য ভাল বিনোদন। মুভি আমার তেমন একটা দেখা হয়না। দেখলে খুব বেছে বেছে সময় নিয়ে দেখি।

নৈরাশ্যবাদী হিসেবে ট্রাজিক মুভির প্রতি একটা অন্য রকম ভাল লাগা আছে। মাঝে মাঝে মেয়েদের প্রিয় ছবির তালিকায় দেখি 'শশাঙ্ক রিডেমশনের' নাম, অথচ এতটা জনপ্রিয় ছবিতে একটাও নারী চরিত্র নাই। ভেবে দেখুন, বলিউডে নারী চরিত্র বর্জিত এ কাজ করলে ছবি চলবে? কাহিনীর চেয়ে শশাঙ্ক রিডেশনে টিম রবিনসনের অসাধারণ অভিনয় মনে রাখার মত। এমনই এক ছবি ভ্যান ডেমের 'ইন হেল'। দুঃখিত আমি একশন, কমেডি, রোমান্টিক ছবি পছন্দ করিনা।

ভ্যান ডেমের ছবি গুলো আমার মোটেও পছন্দ নয়, কিন্তু 'ইন হেল' দেখে অন্য রকম ভাল লাগল। সত্য কাহিনী অবলম্বনে 'দি পারস্যুট অব হ্যাপিনেস' এর শেষ মুহূর্তটা চোখে পানি আসার মতই। তবে উইলস স্মিথের কাথে আরো জীবন্ত অভিনয় আশা করেছিলাম। জিম ক্যারি আমার দু চোখের বিষ। তার অভিনয় আছে, এটা না জেনে দেখা শুরু করলাম 'ইটারনাল সানশাইন অব এ স্পট লেস মাইন্ড', সেরা সিনেমাটোগ্রাফিতে সেবার অস্কার পায় এ ছবি।

চমৎকার সাইকোলোজিক্যাল এ ছবির শুরু, শেষ, মাঝ ধরতে খুবই কষ্ট হয়েছে। জন এফ কেনেডির হত্যা তদন্ত নিয়ে সত্য কাহিনী অবলম্বনে তৈরি অসাধারণ এক ছবি, 'জে এফ কে' মুগ্ধ হয়ে দেখেছি। আদালতে কেভিন কস্টনারের শেষ মুহূর্তের অভিনয় ছিল মনে রাখার মত। আরেকটা ছবি, এদেশের মানুষ কমই দেখেছে শুনেছি। "দ্যা লাইফ অব ডেভিড গেইল।

".....ডেভিড স্পেসির অভিনয় আর কাহিনী সব মিলিয়ে অদ্ভুত সুন্দর ছবি। প্রফেসর জন ন্যাশের গেইম থিউরি নিয়ে রাসেল ক্রোর অভিনয় দেখে ঘোরের মধ্যে ছিলাম বহুদিন। রোমান্টিক ছবি বিদ্বেষী হলেও সত্য ঘটনা জেনে দেখতে বসেছিলাম 'প্রিন্স এন্ড মি'....কেমন লেগেছিল সেটা আর বললামনা। তবে এখান থেকে বাঙালি মেয়েদের অনেক শিক্ষণীয় আছে। আহা...টম হ্যাঙ্কস বসের কথা তো বলাই হল না.....এরকম আরো অনেক অনেক ছবি আছে আমার পছন্দের তালিকায়।

আপনাদের টাও শেয়ার করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.