আমাদের কথা খুঁজে নিন

   

টুপি আর পড়ুম না - বুড়োদা কাহিনী - ১



আমাগো বুড়োদা হঠাৎ আইয়া কইল, বইয়া বইয়া আর দিন তো কাটেনা । কিছুতো একটা করা লাগে। আমি কইলাম - কি করবা কও । কি যে করি জানিনা, কিন্তু কিছু একটা করা লাগে। কয়েকদিন দেখ নাই ।

আবারো দেখা হইতেই কইল, ভাবছস, কি করবি? আমি কইলাম - নাতো । বুড়োদা কইল তগো মাথায় গবর, কিছু নাই । চ একটা ফাংশান করি। বড়ো বড়ো আর্টিষ্ট আইনা পাড়া কাঁপাইয়া জম্পেশ একটা ফাংশান করি । আমরা ঝাপাইয়া পড়লাম ।

বুড়োদা সম্পাদক । বুড়োদা কইলো, একা সম্পাদকে কাম হইবো না। তুই সহ-সম্পাদক হইয়া যা। কাম কাজতো করা লাগে। আমি টুপি খাইয়া গেলাম ।

দিন ঠিক কইরা ফালাইলাম। আমরা বড় বড় আর্টিষ্ট জোগাড় কইরা ফালাইলাম। জোগাড় যন্ত্রও হইল। বুড়োদার দেখা নাই । ফোন কইরা কইরা হয়রান।

বুড়োদা কয় করনা তোরা, আমিতো আছি। টাকা পয়সা লাগে, বুড়োদা কয়, আরে আমিতো আছি । তোরা আগাইয়া যা। ফাংশান কিন্তু জম্পেশ হওয়া চাই । আমরা আগাইয়া গেলাম।

টাকা পয়সাও জোগাড় করছি । বুড়োদার দেখা নাই । আরতো পিছাইয়া যাওন যায়না । দিন আগাইয়া আসে, আমরা চিন্তায় আছি। বুড়োদা একদিন এরমধ্যে দেখা দিয়া কইল - ফাংশান উদ্বোধনে আমাগো জেলার বড় সাহেবরে ডাকা লাগে।

আমি কইলাম -বড় সাহেব আইবো ? বুড়োদা কইলো আইবো না মানে, আমি যাইতাছি নেমন্তন্য করতে । বড় সাহেব কিছু না ভাইবাই কথা দিয়া ফালাইলো। আমাগো আর পায় কে, ফাংশানের ইজ্জত বাইরা গেল। বুড়োদা আবার ডুব দিয়া দিল। ভজহরি কয় চিন্তা করস ক্যান, এতদুর আগাইয়া আর পিছন ফিরা যাওয়া যায় না।

বড় বড় আর্টিষ্ট আইবো, বড়-সাহেব আইবো, পাড়া কাঁপাইমু । ভজহরি আছে - তুই চিন্তা করস ক্যান। ভজহরি আবার টাকা পয়সার তবিল দেখেতো। চিন্তা কম। ভজ হরির সাহসে আমি সাহস পাইয়া প্রায় সব একরকম গুছাইয়া ফালাইলাম।

উদ্বোধনের দিন সকাল থিকা বুড়োদা নাই । তবে সব কামতো আমি আর ভজহরি কইরা ফালাইছি । এইবার উদ্বধন হইলেই হয়। সময়মতো আমরা সাইজা গুইজা হাজির। ভিতরে ভিতরে উত্তেজনা হইতেছে।

এতবর একটা ব্যাপার কইরা ফালাইছি , এইবার মাইক্রোফোন হাতে লইয়া ষ্টেজে উঠলেই হয় । ভজহরি আমারে সাহস দেয় - কয় - মাইক্রোফোন হাতে ষ্টেজ ফ্রি হইয়া যা। হইয়াও হইলো না। হেভি সাইজা গুইজা বুড়োদা হাজির। বড় সাহেবের লগে লগে ষ্টেজে উইঠা মাইক্রোফোন হাতে লইয়া, বন্ধুগণ- - - - - আমাগো স্বপ্ন ভাইঙ্গা ভুইঙ্গা চুরমার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.