আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ি- টুপি

পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ । এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে। কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই । চায়ের কাপে ঝড় উঠার জন্য “চা এর কাপ” আবশ্যক নয়।

বুঝলাম বাস এ চলে। বাসে কয়েকজনের মধ্যে এক বিষয় নিয়ে চা এর কাপ ছাড়াই “চা এর কাপে সুনামি” শুরু হয়ে গেল। বিষয় হল “দাড়ি- টুপি” একজন ভদ্রলোক বললেন, “ এই সব দাড়ি- টুপি ওয়ালা মুন্সী আমি দুই চোখে দেখতে পারি না। এরা আরও বেশি পাজি হয় ” ( কি খারাপ কপালরে ভাই আপনের । দুই চোখের এক চোখেও দেখতে পারেন না ।

তাড়াতাড়ি একজন ভাল ডাক্তার দেখান । ) কেউ কেউ পাজি হইতেই পারে। এর মানে এই না যে সব দাড়ি- টুপি ওয়ালাই পাজি হয়। ভেবে দেখেন আপনি যেখানে চাকরি করেন সেখানে স্যুট- বুট , টাই পরা ক্লিন শেভড পরিপাটি মানুষগুলো যাদের সাথে আপনি কাজ করেন তাদের মধ্যে কি কেউ পাজি নাই? আপনার পাশে দাড়িয়ে থাকা টি-শার্ট , জিন্স , কনভারস পরিহিত চুল স্পাইক করা ছেলেটি এবং তার মত বেশভূষা ধরা মানুষগুলোর মধ্যে কি কেউ পাজি নাই ? হ্যাঁ , আছে । অবশ্যই আছে।

আবার ভালও আছে। তাহলে দাড়ি- টুপি ওয়ালার মধ্যে থাকবে না কেন । দাড়ি- টুপি ওয়ালার মধ্যে যেমন পাজি আছে তেমনি অসাধারণ ভাল মানুষ ও আছে। তাই বলতে চাই যারা “দাড়ি – টুপি” মাত্রই দুই চোখে দেখতে পারেন না , তারা চোখের সাথে সাথে মানসিক ডাক্তার ও দেখান এবং ঘৃণা করতে শিখুন তাদের যারা বালি ও চিনির মধ্যে এমন এক মিশ্রণ সৃষ্টি করেছে যা থেকে আমরা এখন বালি ও চিনি আলাদা করতে পারছি না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.