আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা... ইচ্ছেদের ছুটি দিলাম... দেয়ালের যতসব নিয়ম ভেংগে...জোছনার সংগী হলাম (মিলা)

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

নীলাকাশে চাঁদের বুড়ি চরকা কাটে প্রতিদিন গল্প শোনায় মেঘের বাঁশি ইচ্ছেরা নীলচে রঙ্গিন যায় কেটে সব একই রকম মেনে নিও জীবন কেন আজ যায় কেটে এই বিষন্ন রাত দিন শেষে থাকছে যে বিষাদ স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা ইচ্ছেদের ছুটি দিলাম দেয়ালের যতসব নিয়ম ভেংগে জোছনার সংগী হলাম চরকা বুড়ির কথায় কথায় জমে থাকে দস্যিপনা রাত্রি হয়ে যাক রক্তিম রোদে লুকনো পথ ঠিকানা স্বপ্নেরা হয়ে যাক সবুজ ডানা ইচ্ছেদের ছুটি দিলাম দেয়ালের যতসব নিয়ম ভেংগে জোছনার সংগী হলাম অযথায় কিছু বেহিসেবী পিছুটান রয়েছে বাধা একঘেয়েমি জীবন যে নীলাকাশে হবে দেখা ......... স্বপ্নেরা......ডানা... ......জোছনা...হলাম...(৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।