আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ U-19 ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ U-19 দলের বিরুদ্ধে সিরিজ জয় : World Cup এর জন্য শুভকামনা

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

বাংলাদেশ অনুর্ধ ১৯ ক্রিকেট দল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে চার ম্যাচের ইয়ুথ ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে । এখন সামনে U-19 World Cup । মালয়েশিয়ায় ১৭ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ অনুষ্ঠিতব্য U-19 World Cup এ বাংলাদেশ গ্রুপ ডি তে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং বারমুদার সাথে খেলবে নকআউট পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য । সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয় । বিকেএসপিতে অনুস্ঠিত ২য় ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়লেও ফতুল্লা ওসমানী ষ্টেডিয়ামে পরপর দুই ম্যাচ জিতে তরুণ টাইগাররা সিরিজ জিতে নেয় ।

আজ সিরিজ নির্ধারণী চতুর্থ ম্যাচে বাংলাদেশ U-19 ওয়েষ্ট ইন্ডিজ U-19 কে ৫২ রানে পরাজিত করে । এটি ছিল এ মাসেই মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য U-19 World Cup এর আগে শেষ প্রস্ততি ম্যাচ । গ্রুপ পর্যায়ে বাংলাদেশের খেলার সময়সূচী হলো ... * 18 February: Bangladesh v Bermuda, * 20 February: Bangladesh v Ireland, * 22 February: England v Bangladesh, বাংলাদেশ U-19 World Cup এর শিরোপার অন্যতম দাবিদার এবং প্রস্ততি পর্বে তারা পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও নেপালের বিরুদ্ধে সিরিজ জিতেছে । সবশেষে জিতলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । তরুণ টাইগারদের জন্য শুভকামনা রইল ।

এবার তাদের হাতে ধরা দিক শিরোপা । ২ মার্চ কিনারা ক্রিকেট একাডেমীতে অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের লাল সবুজ পতাকা দেখার প্রতীক্ষায় থাকলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.