আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আগুন আমি মৃদু মন্দ হাওয়া, নিত্য আমার অনুভবে তোমার আসা যাওয়া।

Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।

ইচ্ছে করে আগুন ছুঁয়ে দেখি কেমন জ্বালা নামে শরীর বেয়ে ! যে জ্বালা দিল প্রিয়জন , খুব কি বেশি সেই দহনের চেয়ে? ধিকি ধিকি তুশার আগুন জ্বলছে অবিরত পুড়ছে জীবন, পুড়ছি আমি বাড়ছে গভীর ক্ষত। যাচ্ছি ক্ষয়ে দিনে রাতে গনগনে আমায় ওই আঁচ ঘিরছে আমায় অহরনিষি অগ্নিশিক্ষার নাচ। অগ্নি জানি শুদ্ধ করে মিলায় সোনার খাদ যে আগুনে পুড়ছি আমি, বাড়ছে অবসাদ। ওই আগুনে হাত রাখলে পুড়বে জানি ত্বক লাগবে ছোঁয়াচ রক্তধারায় ঝলসে যাবে চোখ। তা হোক তবু, ধরবো আগুন করবো না আর শোক দুঃসহ ওই দহন জ্বলার হোক সমাপন হোক।। ~ মাঘ ১৪, ১৪১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.