আমাদের কথা খুঁজে নিন

   

একটি ব্যর্থতার খতিয়ান



সংস্থাপক এক পোষ্টে যুক্তি-প্রমাণ দিয়ে দেখিয়েছে, আমাদের মিরাজ সুশীলতার আড়ালে একজন জামাতি বুদ্ধিজীবি। মিরাজ যথারীতি তা অস্বীকার করে সংস্থাপকের পোষ্টকে প্রপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন। তাই জনস্বার্থে মিরাজের সাথে আলোচনা চালাতে গিয়েছিলাম। আলোচনার শুরুতেই আমার প্রশ্ন ছিলো, "জামাত-শিবিরের মতাদর্শধারী আর যুদ্ধাপরাধী কিন্ত এক জিনিস নয়। " এটা আসলেই মিরাজ বলেছে কিনা? কারণ, মিরাজ তার পোষ্টে দাবি করেছে, সে এটা সরাসরি কখনও বলে নি।

কিন্তু বামনী তুলাগাছ মহাশয় দেখিয়েছেন, মিরাজ আসলেই এটা বলেছে। অতএব, মিরাজের পোষ্টের দাবিটি যে, সে এ কথা বলে নি, তা মিথ্যা ছিলো কি না - মিরাজের কাছে হ্যাঁ-নাতে জিজ্ঞেস করেছি। জিজ্ঞেস করতে করতে আমি প্রায় আধমরা। দুঃখের সংগে জানাই, তিনি এই সহজ প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়েই আলোচনা করবেন না জানিয়েছেন। তার এ আচরনে আমি বেদনাহত এবং জনসাধারনের কাছেও দুঃখিত।

আলোচনা সঠিকভাবে এগোলেই আমরা বুঝতাম, আসলেই কি মিরাজের বিরুদ্ধে প্রপাগান্ডা চলছে, নাকি সে আদপেই জামাতি বুদ্ধীজীবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.