আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান রীতি-১ ("পড়া" এবং "পরা" সমাচার)

ইমরোজ

ভূমিকাঃ সামনে ফেব্রুয়ারি মাস। মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। আমাদের এই ব্লগটি এখন বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে সার্চের রেজাল্ট হিসেবে আসে। বাংলায়ও সার্চ করা যায় গুগলে। এখানে আমরা যা লিখি তা ভবিষ্যতে কোন বিশাল জ্ঞান ভান্ডার হিসেবেই পরিচিতি পাবে।

তাই আমাদের বাংলা বানান সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা বানান নিয়ে চর্চা না করলে এই জ্ঞান ভান্ডারের তথ্য সমূহ কিন্তু আগামী প্রজন্মকে বানান সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হবে। তাই আসুন, যাই লিখি বানানটার দিকে যেন সর্বদা আমাদের খেয়াল থাকে এবং লেখার মধ্যে যেন যথেষ্ট সঠিকতা থাকে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী লেখাগুলো সাজানোর চেষ্টা করতে হবে। সেই ভাবে ভাষাকে এবং ভাষা শহীদদের প্রতিও আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে।

এখানে কিছু সাধারণ বানান নিয়ে আলোচনা করা হবে যেগুলো আমরা প্রায়ই সময় লিখতে গিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যাই। "পড়া" এবং "পরা" শব্দ দুইটি নিয়ে আমাদের সংশয়ের শেষ নাই। তাই এটিকে বিশ্লেষণ করা হলো। পড়া(১)- শব্দটি মানে হলো কোন কিছু পঠন করা। যেমন, পেপার পড়া।

বই পড়া। পড়া(২)- উপর থেকে নিচে কিছুর পতন হওয়াকে পড়া বলা হয়। যেমন, মানুষটি ছাঁদ থেকে পড়ে গেল। পড়া শব্দটি দিয়ে পড়ে যাওয়া সংক্রান্ত অনেক কিছুই বুঝানো যায়। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো।

যেমন, বাজারে চালের দাম পড়ে গ্যাছে। মেয়েটি তার উপরে পড়ে গেল। পরা(১)- একটি অব্যয় শব্দ। এটি উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। পরা উপসর্গের অর্থ হলো, আতিশয্য(১)।

যেমন, সে পরাক্রমশালী রাজা ছিলো। আরেকটি অর্থ হলো, বিপরীত(২)। যেমন, যুদ্ধে তাদের পরাজয় মেনে নিতে হলো"। পরা(২)- কোন কিছু পরিধান করা। যেমন, ছেলেটি কাপড় পরছে।

মেয়েটি চোখে কাজল পরছে। (সূত্রঃ বাংলা একাডেমির বই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.