আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের নামতা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বিয়ের নামতা/ শেখ জলিল এক দুই তিন হৃদয়পুরে বাজলো মাদল তা ধিনা ধিন ধিন। চার পাঁচ ছয় চারখানা চোখ মিলন হলেও কাটে না সংশয়! সাত আট নয় বউ কথা কও ডাকলো পাখি পুবাল বাতাস বয়। দশ এগারো বারো চান্নি পশর রাতের আলো মন রাঙালো কারো। তেরো চোদ্দ পনেরো বিয়ের পিড়ায় বসলে পরে নাই মনে সাত সতেরো! ষোলো সতেরো আঠারো ফুটফুটে মুখ শিশু হাসে মানুষ বাড়ে আরো। ঊনিশ শেষে বিশ সংসারের ঘানি টেনে মনে তিক্ত বিষ! ২৮.১২.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।