যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আমার ব্লগের এই লেখায়জামায়াতপন্থী পেশাজীবীদের দাবিঃ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়া অপরাধ ছিল না বিশিষ্ট ব্লগার মজনু পাটোয়ারী এর কমেন্টঃ
২৫ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৭ মজনু পাটোয়ারী বলেছেন: নরাধম!
নরাধমের মতো কথা বলবেন না। রাজাকার আবার কি? ৩৬ বছর আগের একটি আঞ্চলিক দ্বন্দ্বে কে কোন পক্ষে ছিল তা দিয়ে মাপামাপির সঙকীর্ণতা থেকে নেমে আসুন বাস্তবে। জামায়াতকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না।
পারেবও না। ২০১৫ সালের মধ্যেই টের পাবেন।
আসসালামু আলাইকুম মজনু পাটোয়ারী । ভাই আপনার শরীর ভালো ?? এই ঠান্ডার মাঝে মাথা গরম ক্যান ভাই । রাজাকার আবার কি? জানেন না?? রাজাকার হলো স্বেচ্ছাসেবকের উর্দু শব্দ ।
স্বেচ্ছা সেবক তো ভালো শব্দ ভাই । আফনারা ১৯৭১ সালে মাত্র ৩৭ বছর আগে স্বেচ্ছা সেবক এর কাজ করে একটি মহৎ কাজ করেছিলেন, সেই কাজ টি দুভার্গ্যক্রমে আফানাদের পক্খে যায় নাই, আফনারা চরম ধরা খেয়েছিলেন । তাই আফনারা রাজাকার, জামাতীরা রাজাকার । এই সত্যি কথাটা সহজ ভাবে মেনে নিন ।
বুঝেছ রাজাকারের ছাওয়াল ।
কুত্তার ল্যাজ কোনদিন সোজা হয়রে কুকুরছানা ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।