আমাদের কথা খুঁজে নিন

   

‘এখন জামায়াতকে নিষিদ্ধ করতে হবে’

জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয়া উচ্চ আদালতের এই রায়কেও স্বাগত জানিয়েছে দলগুলো।
মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে করা একটি রিট আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই রায় দেন বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চ।
রায়ে বলা হয়, “জামায়াতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হলো। ” 
এ রায়কে সঠিক ও জনগণের সংগ্রামের বিজয় বলে আখ্যায়িত করে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নিবন্ধন বাতিলই যথেষ্ট নয়, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।

বস্তুত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরেই পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে জামাতও এই দেশে রাজনীতিসহ সব ধরনের তৎপরতার বৈধতা হারিয়েছিল।
বিবৃতিতে তিনি বলেন, পঁচাত্তর সালের পর অবৈধভাবে জামায়াতকে বৈধতা দেয়া হয়েছিল। কালবিলম্ব না করে জামায়াতকে নিষিদ্ধ করতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে জামায়াতের অর্থের উৎস, ক্যাডার নেটওয়ার্ক ও নেতৃত্ব কাঠামোকে সমূলে বিনাশ করার পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, এই রায় রাজনৈতিক দল হিসেবে জামাত এবং তার সহযোগী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পথ প্রশস্ত করল।


যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জামায়াত অভিযুক্ত বলে উল্লেখ করে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “নিবন্ধন বাতিলের মাধ্যমে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার যৌক্তিকতা ফুটে উঠেছে। এখন সরকারকেই জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।