আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে )

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

--যে কোন একটি ফুলের নাম বল -- দুঃখ। --যে কোন একটি নদীর নাম বল। -- বেদনা। --যে কোন একটা গাছের নাম বল -- দীর্ঘশ্বাস।

--যে কোন একটা নক্ষত্রের নাম বল -- অশ্রু। --এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি -- বল। --খুব সুখী হবে জীবনে। শ্বেতপাথরে পা। সোনার পালন্কে গা।

এগোতে সাতমহল পিছোতে সাতমহল। ঝর্ণার জলে স্নান ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে, সাজব। বাগানে মালিনীরা গাঁথবে মালা ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে, ঘুমব।

অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা, অমনি জ্যোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী। সুখের নাগরদোলায় এইভাবে অনেকদিন। তারপ... বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে রক্তের রাঙ্গা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে একটা সাপ গায়ে বালুচরীর নকসা নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলী তার চোখ বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্তার দানার মতো বিষ, পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিকে ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। -- সেই সাপটা বুঝি তুমি? --না।

--তবে? --স্মৃতি। বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.