আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন শহর খালিশপুর (খুলনা) ও দুঃস্বপ্নর বর্তমান

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

আমার স্বপ্ন শহর বেয়ে ক্ষুর্ধাত মানুষের গলিত স্বপ্ন ভাসে আমার স্বপ্নর শহরে, দ্বারে দ্বারে অসহায় মানুষের নয়ন কাঁদে আমার স্বপ্নর শহরের আধার ঘরে বয়সের বোঝা কাঁশে। জানি না, কোন পাপে আমার স্বপ্নর শহর ধ্বংসের জন্য সাজে। জানি না। সেই নিরুপায় বৃদ্ধদের সফেদ দাড়ীগুলোর কি ছিল পাপ জানি না, কোন অমোঘ কালের যাত্রায় কোন ডাইনীল ছিল অভিশাপ। তবুও পোড়ে কর্তাদের ইচ্ছাশক্তির কলমে শুষ্ক-কন্ঠ কাঠ হাড়গুলো জমিনে আছড়ে পড়ে, কোন কালের শোভায় সাজা ঝলমলে ঝাড়গুলো জানি না, শুধু জানি, পোড়ে-মরে, কাঁদে -ভাসে, দুখে -রোগে মরে কিন্তু হাসে না, জাগে না।

শুধুই অর্ধ পোড়া বিড়ির ধোয়াঁয়, না খাওয়া লিভার-গ্যাষ্টিকের জ্বালায় মরণ কষ্টে কাঁশে, কবরের দিকে হাটে। ভাসে আমার স্বপ্নর শহরের প্রিয় মুখগুলো, কোন এককালে সুখগুলো এখনকার দুঃখ গুলো, কেমন জানি আয়ুর সঞ্চয় কাটে, বেতনহীন মেশিনে জীবনের শেষ ঘামগুলো বাটে। ভাতের অভাবে তল খোজে গভীর জলের চরের হাট ঘাটে। বিরান পিপুলসের মাঠে। আমার স্বপ্নর শহর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.