আমাদের কথা খুঁজে নিন

   

শকুনের নখর আঘাতের দাগ আমার মায়ের পাঁজরে, আমি শকুন চিনতে পাই...( লড়াকু কমরেডদের প্রতি শ্রদ্ধা নিবেদন)

বন্ধ জানালা, খোলা কপাট !

শকুনের নখর আঘাতের চিহ্ন আমার মায়ের পাঁজরে আমি শকুন চিনতে পাই । শকুনের শৈন দৃষ্টিতে মাংশের চকচকে লোভ মায়ের বুক চিরে হৃৎপিন্ড খুবলে নিতে চায় শকুন ! মায়ের টলটলে চোখ ঠুকরে একদল শকুন তুলে নিয়েছে একখানা চোখ । চোখের মণিটির নাম পদ্মা ! ৭১-এর পরাজিত হায়েনার দল তীরবিদ্ধ বুকে ফিরে গেছে ব্যাথার জারজ শকুনের বীজ বপে রেখে গেছে...! আটষট্টি হাজার বর্গমাইল জুড়ে মায়ের সবুজ শাড়ীর জমিনে রক্ত টগবগে তরুণ সাহসী সন্তানরা ধনুক হাতে জেগে আছে ! হে শকুনের দল ! তরুণ প্রহরীদের পদতলে পিষ্ট হতে এসো; তোমাদের স্বাগত ! [যৌক্তিক দাবীতে আন্দোলনরত সব কমরেডদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.