আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধ জ্ঞান ফ্যালাসী: যারা বলে মানুষের জ্ঞান সীমাবদ্ধ, তারা নিজেরা কি সীমাবদ্ধতার উর্ধ্বে?



সাধারণত অলৌকিক কোন বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন বিষয়ক বিতর্কে একটি কমন লজিক (আসলে ফ্যালাসী) দেয়ার চেষ্টা করা হয়। আর সেটা হচ্ছে মানুষের সীমাবদ্ধ জ্ঞান নিয়ে এসব বিষয়কে চ্যালেন্জ করাটা বোকামী!! অথচ, যে লোক জ্ঞানের সীমাবদ্ধতার দোহাই দিয়ে এসবকে বিশ্বাস করতে বলে তার নিজের জ্ঞানও কিন্তু সীমাবদ্ধতার উর্ধ্বে নয়। সাধারণত পীর-ফকির, তথাকথিত ধর্মগুরু বা আধ্যাত্মিক নেতারা এই লজিক ব্যাবহার করে। হালের আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষকে তথাকথিত বিজ্ঞানভিত্তিক অলৌকিকতা (উদাহরণ: কোয়ান্টাম গুরুজি) বিশ্বাস করাতেও এই লজিক ব্যবহার করা হয়। তাদের শেষ কথা: "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"। অন্ধবিশ্বাসে একধরণের সুখ আছে, মানি। কিন্তু তারচেয়ে অনেক বেশি হচ্ছে বিশ্বাসভঙ্গের বেদনা। প্রতিষ্ঠিত মতবাদকে ক্রমাগত চ্যালেন্জের মাধ্যমেই মানবসমাজ এগিয়ে গিয়েছে, ভবিষ্যতেও এভাবেই এগিয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.