আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৭১'র যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার সংস্থাটির মহাসচিব আইরিন খান যুদ্ধাপরাধের বিচারের এই দাবি তোলেন। তিনি বলেন, "১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে প্রাথমিক পদক্ষেপ নিতে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো। " "যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা উচিত" বলেও মন্তব্য করেন তিনি। আইরিন খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক পদক্ষেপ পরবর্তী নির্বাচিত সরকারকে বিষয়টি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।

" যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অভিজ্ঞতা দিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবেন বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি লাতিন আমেরিকা, কম্বোডিয়া ও আফ্রিকার প্রসঙ্গ টেনে আনেন। তৎকালীন পাকিস্তান দখলদারবাহিনী ও এর দেশজ সহযোগীদের হাতে ১৯৭১ সালে বাংলাদেশের প্রায় তিরিশ লাখ মানুষ শহীদ হন। সম্ভ্রম হারান দুই লাখ নারী। এতো কিছুর পরও বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কখনোই আলোর মুখ দেখেনি।

পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করা ও নির্বিবাদে হত্যাযজ্ঞ চালানোর জন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর দিকেই অভিযোগের তীর ছুটে সর্বাগ্রে। যুদ্ধাপরাধের বিচার বিষয়ে আইরিন খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক আন্তর্জাতিক আইনে নিয়ত পরিবর্তন আসছে। " তিনি বলেন, "আমরা সরকারকে এইসব পরিবর্তিত আইনের ব্যাপারে অবহিত করবো এবং এসব আন্তর্জাতিক আইনের আলোকে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব। " (সংগৃহিত এবং সংক্ষেপিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.