আমাদের কথা খুঁজে নিন

   

কর্তৃপক্ষ 'আমি রাজাকার' নিকের কাছে ক্ষমা প্রার্থনা মূলক মেইলখানা স্টিকি পোষ্ট হিসাবে দিতে পারেন-সাথে তারকাযুক্ত শাহি পতাকা

" বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "

আমি রাজাকার নিক ব্যান করিয়া সামহ্যোয়ার কর্তৃপক্ষ যে অপরাধ করিয়াছে তাহা নিতান্তই ক্ষমার অযোগ্য।যদিও তড়িৎগতিতে তাহার আইপি ফেরত দেয়া পূর্বক রাজাকার ভাইজানের কাছে ক্ষমা চাহিয়া যে মেইল খানা তাহারা দিয়াছেন তাতে আমরা এইটুকু অনুধাবন করিতে পারি যে তাহারা(কর্তৃপক্ষ) তাহাদের কৃতকর্মের জইন্য অনুতপ্ত ও লজ্জিত। এখন ইহাতেও মনে হইতেছে শেষ নয়...আরও কিছু বাকি আছে।আমি ভাই ইংলিশ কম বুঝি।আরিল সাহেবের বইক্তব্য ২-১লাইন পড়িয়া আর বাকিটা পড়িবার ইচ্ছা হ্য় নাই।এখন আমি যা বুঝি তাতে কর্তৃপক্ষ জামাতিগো মত ত্যানা না পেচাইয়া( সইরশার মইধ্যে ভুত) যে মেইল খানা সম্মানিত রাজাকার ভাইজান রে ক্ষমা প্রার্থনা পূর্বক দিয়াছেন সেই খানা স্টিকি পোষ্ট হিসাবে ফ্রন্ট পেইজে লাগাইয়া সাধারন ক্ষমা প্রার্থনা করিতে পারে..সাথে লাল সবুজ পতাকা খান নামাইয়া ফেলিয়া উহাস্হলে তারকাখচিত একখান শাহি পতাকা লাগাইয়া দিতে পারেন। ইহাতে যদি তাহাদের পাপ মার্জনা হয়!!! আপনারা কি বলেন?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।