আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসী , অভিবাসী , অনাবাসী



দেশ ছেড়ে যারা পরবাসে আসেন , তারা পরবাসী। পরবাস টা সাময়িক। এরা সাধারনত যে দেশে থাকেন সে দেশের স্থায়ীত্ব পান না। নাগরিক হতে পারেন না। আর যাদেরকে অভিবাসী বলা হ্য়, তারা ? তারা , ইংরেজীতে, বলা যায় ইমিগ্র্যান্টস।

এরা রেসিডেন্ট পারমিট পান , সে দেশে থাকার। অবাধে ভোগ করেন সে দেশের আলো জল, সুযোগ -সুবিধা। কিন্তু কেউ কেউ বলছেন , তারা অনাবাসী। নন রেসিডেন্ট। 'আমার প্রধানত কোনো দেশ নেই ' - এর প্রবক্তারা এই প্রশ্নটির কোনো জবাব দিচ্ছেন না , তার প্রজন্ম কোন পরিচয়ে পরিচিত হবে ? তারা তো বাংলাদেশের অনাবাসী ও হবে না।

যে সেই আবাস ই দেখেনি কোনোকালে, তার আবার অনাবাস কি ? ইট ইজ ওয়ান ওয়ে , নো ওয়ে টু ব্যাক !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.