আমাদের কথা খুঁজে নিন

   

জামাল ভাষ্করের ফিরে আসা :নতুন যুগে সামহোয়্যারের পদার্পনের লগ্নে

সমবেত চেষ্টায় অংশগ্রহন।

দেখলাম জামাল ভাষ্কর পোস্ট দিয়েছেন। তার এই পোস্ট গুরুত্ব বহন করে। কারন জামাল ভাষ্কর একসময় ঘোষনা দিয়ে এই প্লাটফরম ছেড়ে দিয়েছিলেন কারন তিনি মডারেটরদের উপর আস্থা রাখতে পারেন নি। তাকে ব্যন করা হয় নি,বরং তিনিই নিজেকে প্রত্যাহার করেছিলেন।

সেই জামাল ভাষ্করের ফিরে আসা প্রমান করে যে মডারেটরদের উপর তার আস্থা ফিরেছে। ইতিমধ্যেই জামাল ভাষ্কর আর কৌশিকের মাঝে একটা মনোজ্ঞ আলোচনা হয়ে পাল্টাপাল্টি পোস্ট হয়েছে যেটি আমাদের জানার ক্ষেত্রকে সমৃদ্ধ করেছে। এই ব্লগে একই বিষয়ের চর্বিত চর্বন যখন অনেককেই ক্লান্ত করে দিচ্ছিল,তখন জামাল ভাষ্কর ধরনের বহুমূখী লেখকদের পুনরাগমন আনন্দের সংবাদ । বর্তমান মডারেটরদের কর্মতৎপরতায় আস্থা ফিরে পেয়ে এধরনের আরো নতুন পুরাতন ব্লগার যদি সামহোয়্যারে লিখতে শুরু করেন তাহলে সবাই উপকৃত হন। যারা ভয় দেখাচ্ছেন বা আশংকা প্রকাশ করছেন যে সামহোয়্যার নষ্ট হয়ে যাবে,ধ্বংস হয়ে যাবে তাদের ধিক্কার ।

আমার মনে হয় শক্ত মডারেশন থাকলে বরং ডির্স্টার্বিং এলিমেন্ট মুক্ত ব্লগে আরো ভালো ভালো লেখকের সমাহার এখন সময়ের ব্যাপার মাত্র। একই সাথে যারা কাটপেস্ট আর বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েব পেজ ঘেটে কাটপেস্ট করা লেখা দেন,যাদের মৌলিক লেখার কোন ক্ষমতাই নেই তাদেরকেও সামহোয়্যারে সমান গুরুত্ব দিয়েই রাখা উচিত। সবার প্রতিভা সমান হয় না তো কী হলো। তবে অমুক বিয়ে করবেন,বউয়ের সামনে তার ইজ্জত বাচান.. বলে তার ব্যন মুক্ত করার আবেদন করা উচিত নয়। বিশ্বাস করি এধরনের আবেদনের প্রেক্ষিতে কারো ব্যন মুক্তি হয় না,কিন্তু অনেক সাধারন ব্লগার মনে করতে পারেন সত্যি সত্যিই বুঝি অমুক ব্লগার বিয়ে করবেন বলে শ্বশুর বাড়িতে তার ইজ্জত রক্ষার জন্যেই ব্যনমুক্ত করা হলো।

ভালো আচরন করার প্রতিশ্রুতি দিলেই শুধু ব্যনমুক্ত করা উচিত। আর এই আবেদন লিখিতভাবে নেয়া উচিত। তাহলেই কাটপেস্ট ব্লগাররা সংবাদ সংস্থার খবর কাটপেস্ট করার আগে সংবাদের মেরিট বিবেচনায় উসাহিত হবেন এবং শুধু একপেশে সংবাদ প্রচারে ব্যস্ত হবেন না। এটাই আমার ধারনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।