আমাদের কথা খুঁজে নিন

   

তুষার ভাইকে বলছি...নববর্ষের শুভেচ্ছান্তে।

ইমরোজ

তুষার ভাই, আপনার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেই বলছি, আমরা বিতর্ক করি, আমরা ক্যাচাল করি, এইখানে খোড়া যুক্তির কোন জায়গা নাই। তবে আপনার যুক্তি অকাট্য প্রমাণ করার জন্য, আপনি লিখে যাবেন আমাদের মাঝে এইটাই কামনা। আমরা এইখানে সবাই বন্ধু, বন্ধুদের তর্ক হিসেবেই সব দেখবেন। এইখানে কার কথায় খারাপ লাগতে পারে, আমার অনেক লেগেছে, কিন্তু আমি আমার বন্ধুদের ছেড়ে যাইনি। যেহেতু, অনেকে অভিমান করে চলে যায় এরকম দেখা গ্যাছে, আপনি সেটা করবেন না আশা করি।

আমি মনে করি, মুক্ত আলোচনার মাঠে কেউ আমার কথা মানবে না, আবার কেউ মানবে এইটাই স্বাভাবিক। সেখানে রাগ করে চলে যাওয়াটা তেমন যুক্তিযুত ব্যাপার না। আবার এও মনে রাখবেন, আপনার ডাকে, আমরাই এগিয়ে আসব। আমাদের সংকীর্ণতা, একজন পথপ্রদর্শক হিসেবে দেখিয়ে যাবেন, এইটাই কাম্য। রিপ্লাই পোস্ট ডিলেক্ট করলে, পাবলিক, ক্ষেপবেই।

কিন্তু সেটাকে, আপনার ফেস করতে হবে, কারণ আমি পোস্ট ডিলেক্ট করে, অনেক-বার ডলা খাইছি, কিন্তু ফেস করতে শুরু করে, বুঝলাম, কারা সঠিক, কারা সঠিক নন। আশা করি, আমাদের সাথেই থাকবেন, এরকম তর্কমুখর ব্লগে। আপনাকে নব-বর্ষের শুভেচ্ছা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।