আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজে সহজেই স্ক্রিন ক্যাপচার করুন

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

উইন্ডোজে খূব সহজেই স্ক্রিন ক্যাপচার করা যায়।

স্ক্রিন ক্যাপচার করতে হলে আপনার কি-বোর্ডে একটি বাটন থাকতে হবে (এখনকার প্রায় সকল কি-বোর্ডেই এই বাটনটি থাকে)। বাটনটির নাম "Print Screen"। স্ক্রিন ক্যাপচার করা খুবই সহজ। কিভাবে স্ক্রিন ক্যাপচার করতে হয় তা এখানে বললাম। ১. প্রথমে যে স্ক্রিনটাকে ক্যাপচার করতে চান সেটার উপরে যান।

২. কি-বোর্ডের "Print Screen" বাটন চাপুন। ৩. পেইন্ট নামক ছবি আকার সফটওয়্যার ওপেন করুন। ৪. "Ctrl+V" চাপুন। ক্যাপচার করা স্ক্রিনটি চলে আসবে। ৫. "File>Save" এ গিয়ে সেভ করুন।

আমি এভাবে করে অনেক স্ক্রিন ক্যাপচার করেছি। গেমের স্ক্রিনও এভাবে ক্যাপচার করা যায়। আপনাদের সুবিধার্তে এখানে স্ক্রিন ক্যাপচারের কিছু ছবি দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.