আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজে আসছে অ্যান্ড্রয়েড অ্যাপ!

প্রযুক্তিবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী উইন্ডোজে অ্রান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নাকি আলোচনা করছেন মাইক্রোসফটের কর্তাব্যক্তিরা।

মাইক্রোসফটের সঙ্গে সংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে- প্রাথমিক পর্যায়ের আলোচনাতেও জোরোসোরেই বিতর্ক চলছে মাইক্রোসফট এক্সিকিউটিভদের মধ্যে। শীর্ষ সফট জায়ান্টটির এক্সিকিউটিভদের কারও কারও মতে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নতুন এক দ্বার উন্মোচিত হবে অ্রান্ড্রয়ে অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিলে। আরেক পক্ষ বলছেন উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ করে দিলে তা হবে খাল কেটে কুমির আনার মতো।

উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মূল আইডিয়াটি হচ্ছে- ব্যবহারকারীরা থার্ড পার্টি স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের সুযোগ পাবেন, তবে পুরো বিষয়টির নিয়ন্ত্রণ থাকবে মাইক্রোসফটের হাতেই।

থার্ড পার্টির মাধ্যমে উইন্ডোজে অ্যান্ড্রয়েড অ্যাপের উপস্থিতির ঘটনা এটাই প্রথম নয়। সফটওয়্যার নির্মাতা ব্লুস্ট্যাকস উইন্ডোজ ডিভাইসে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের সুযোগ দিয়ে থাকে।

এ ব্যাপারে মাইক্রোসফট আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে দ্য ভার্জ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.