আমাদের কথা খুঁজে নিন

   

হযরত খাজা মঈনউদ্দিন চিশ্ তী (রঃ) কোন সাম্রাজ্যের অধীস্বর ছিলেন?

সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।

অধুনা জঙ্গী গোষ্ঠীসমূহ ও ইসলামী রাজনৈতিক দল নামধারী কিছূ দূর্বৃত্ত, ও তস্কর যারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ও ক্ষমতার মসনদে আরোহণ করার ঘৃন্য অভিলাষে ইসলাম কে অপব্যবহার করে চলেছেন তাতে করে আমরা ক্রমশঃ সে অবধারিত পরিণতির দিকেই অগ্রসর হচ্ছি যার সম্বন্ধে রাসুল (সঃ) এরশাদ করে গিয়েছেন যে, ভবিষ্যতে এমন একটি সময় আসবে যখন এমনকি আল্লাহ্ নামটি উচ্চারণ করার মত ব্যক্তিও খুজে পাওয়া যাবে না। আমাদের দেশে এ সকল নরাধমের পুরোধা জামাতে ইসলাম শীর্ষক দলটির নের্তৃবৃন্দের নিকট ও সকল বিবেকবানদের নিকট প্রশ্নঃ ১. আল্লাহ্ র আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের উপর কে অর্পণ করলো? ২. হযরত খাজা মঈনউদ্দিন চিশ্ তী (রঃ) কোন সাম্রাজ্যের ক্ষমতার মসনদের আসীন ছিলেন যার হাতে এই উপমহাদেশের ৯০ লক্ষ্য ভিন্ন ধর্মের মানুষ মুসলমান হিসেবে বায়া'ত গ্রহণের মাধ্যমে ঈমান এনেছিলেন ? ৩. হযরত শাহজালাল তাবরাজী (রহঃ) কি সিলেট এবং তদ সংল্গ্ন অঞ্চলের শাষনভার গ্রহণ করেছিলেন যার হাত ধরে ঈমান এনেছিলেন আমাদের পূর্ব পররুষগণ? ৪.হযরত মুজাদ্দি আলফেসানী (রঃ) কে বন্দী করার ফলে বাদশাহ জাহাঙ্গীর তার নিজ সন্তান শাহজাহানের বিদ্রোহের কবলে পতিত হন ও ইমামে রব্বানী হযরত মুজাদ্দি আলফেসানী (রঃ) কে বিদ্রোহী গণ ক্ষমতায় আসীন করতে চাইলে তিনি বজ্র নির্ঘোষে উচ্চারণ করেছিলেন , "অবিলম্বে ফেৎনা -ফাসাদ বন্ধ করূন। " এবং বন্দী বাদশাহ জাহাঙ্গীরকে পুনরায় বাদশাহী ফিরিয়ে দিয়ে নিজে মেনে নিয়েছিলেন বন্দীত্ব। পরবর্তীতে প্রেমের বাহুডোরে বেধে বাদশাহ জাহাঙ্গীরকে পরিণত করেছিলেন খাটি মুমিনে।

৫. বড়পীর আব্দুল কাদের জীলানী (রঃ) ছিলেন তার সময়ে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিত্ব এবং সর্বপেক্ষা প্রভাবশালী । তার পক্ষে ক্ষমতায় আরোহন ছিল মুহূর্তের ব্যাপার। অথচ তিনি ও ক্ষমতায় আসীন হওয়াকে ইসলামের পক্ষে উপকারী মনে করেননি। এ সকল মহাত্মাগণ বড়ং সাধারন মানুষ ও ক্ষমতাধরদের নফসের এসলাহ সাধনে ব্রতী ছিলেন। প্রশ্ন হচ্ছে আল কায়দা, জামাতে ইসলাম , তালিবান প্রভৃতির কার্যক্রমে কত সাধারণ মুসলিম ধর্ম বিরাগ হয়েছে বা কত ভিন্ন ধর্মাবলম্বী গণ মুসলিমদের সম্বন্ধে সুধারনা পোষন করতঃ ইসলাম গ্রহন করেছে? আল্লাহ্ র হুকুম প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ্ ই কি যথেষ্ট নন? নিশ্চয়ই তিনি ই যথেষ্ট........ আল্লাহ্ জালিমদের হাত থেকে আমাদের হেফাজত করুন.।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.