আমাদের কথা খুঁজে নিন

   

সমূলে রাজতন্ত্র উতখাত - হতে পারে নেপালের অশুভ ভবিষ্যতের সূচনা ; ইতিহাসের উদাহরণ



কোন বৈজ্ঞানিক বিশ্লেষনের ভিত্তিতেও নয় আবার কোন আধ্যাত্মিক বিশ্বাসের কারনেও নয় - পরিসংখানিক তথ্য বলে পৃথিবীর ইতিহাসে সমূলে রাজতনত্র উতখাত কারী কোন দেশ সম্ভাব্য উন্নতি করতে পারেনি ; এর উদাহরণ : রাশিয়া, ফ্রান্স, মিশর, ইরান সহ আরো বেশ ক'টি ছোট দেশ । রাজতন্ত্র উতখাতের এসব দেশের যে ধরনের অগ্রগতি হবার কথা তা অর্জিত হয়নি । আর যে সব দেশ গণতান্ত্রিক ভাবে রাজতন্ত্র সম্মানের সাথে প্রতিষ্ঠিত রেখেছে তাদের কাঙ্খিত উন্নতির চেয়ে কোন কোন ক্ষেত্র বেশীই করতে পেরেছে ; এর উদাহরণ : ব্রীটেন , জাপান , ডেনমার্ক , ফিনল্যান্ড, থাইল্যান্ড সহ আরো ক'টা গণতান্ত্রিক রাজতন্ত্র । এসব দেশ তাদের পার্শ্ববর্তী দেশ গুলোর তুলনায় এগিয়েছ অনেক দ্রুত গতিতে । কাজেই ঐতিহাসিক এই পরিসংখ্যানকে আগে নেপালী জনগণের অবশ্যই বিবেচনায় আনা উচিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.