আমাদের কথা খুঁজে নিন

   

পিঁয়াজ বিষয়ক কৌতুক এবং আমাদের সমবেদনা।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

গতকাল থেকে পিয়াজ নিয়ে দীর্ঘশ্বাস শুনতে শুনতে একটা কৌতুক মনে পড়ে গেল। সম্ভবত ভানুর কৌতুক সেইটা। বিয়ের জন্যে ছেলে দেখতে গেছে কন্যাপক্ষ। সব কিছুই ভাল ভাবে আলোচনা হলো। ছেলের স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন করা হলে বলা হলো - ছেলের সবই ভাল, তবে একটু পিঁয়াজ খায়।

সেইটা কেমন? উত্তরঃ না না সব সময় খায় না। মাঝে মধ্যে খায়। প্রশ্নঃ কখন কখন খায়। উত্তরঃ এই যখন একটু মাংস টাংস খায়। মানে সব সময় তো আর মাংস খায় না, এই যখন একটু মদ টদ খায়।

মানে ছেলে মদ খায়? আরে না না সব সময় খায় না, এই ধরুন যখন রোদ উঠে তখন খায় আর যখন রোদ থাকে না তখন খায়। [একটা প্রশ্ন থেকেই গেল ভারতীয় পিঁয়াজ খেয়ে দীর্ঘশ্বাস ফেলা ভদ্রলোক যদি পাকিস্থানী পিঁয়াজ পেতেন, তাহলে এই দীর্ঘশ্বাস পড়তো ? বাংলাদেশে সুচ থেকে বাস পর্যন্ত - গরম মশলা থেকে গরু সবই আসে ভারতে থেকে। ভারত-বাংলাদেশের ১ বিলিয়ন ডলারের বানিজ্য ঘাটতির মধ্যে এই ভদ্রলোক যে এখনও শেষ নিশ্বাসটা ধরে রেখেছেন - সেটাই আমাদের জন্যে আনন্দের সংবাদ। দীর্ঘশ্বাস ফেলা ভদ্রলোকের জন্যে সত্যই কষ্ট হচ্ছে। উনার জন্যে আমাদের সমবেদনা।

উনি দিবানিশি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে হয়তো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ভুলেই গেছেন। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।