আমাদের কথা খুঁজে নিন

   

গরীব মাইনষের আবার কিয়ের ইদ, বড়লোকে হাড্ডি দিলে হাড্ডি চাবামু আর গোশত দিলে গোশত খামু

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

আসলে কখনো কি ভেবে দেখেছি গরীব মানুষেরা কিভাবে ইদ করে। নাকি আরেকজনের মুখের দিকে চেয়ে থাকে, নাকি ওদের অনেক আশা আছে যে তাদের ইদটাও হবে অনেক জমজমাট, আনন্দঘন, আহামরি অনেক মজা, অনেক মজাদার খাবার.. তাক লাগানো পোশাক... মহল্লার মধ্য সবচেয়ে দামী পশু! বাস্তবে এগুলো চিন্তা করা হয়তবা আমারি ভুল বা গরীবদের আকাশকুসুম চিন্তা... কোরবানীর ইদে হয়ত প্রতীযোগিতা দিয়ে পশু কেনা হবে এবং তাকে মালা পরিয়ে সাজিয়ে রাখা হবে একটি বিশেষ দিনের জন্য... হয়ত বন্ধুকে ফোন করে বলা হবে দোস্ত এইবার আমাগো পশুটা সবচাইতে দামী মহল্লার ভিতরে... আহারে বড় মায়া হয় এইসব দেকলে... আসলে এই দুনিয়াটা আজব। যার কাছে আছে বেশি তাকে আমরা সবচাইতে মেনে চলি। ধরি, ১০০% এর মধ্য এই ইদে ১০% লোক তাদের কোরবানী জমজমাট ভাবে বা তাক লাগানো ভাবে করবে। ৪০% লোক হয়ত তাদের সামর্ধ্য অনুযায়ী একা বা শরীকে দেবার চেষ্টা করবে... ১০% লোক হয়ত সামর্ধ্য না থাকার দরুন ইদের নামাজটুকু পড়ে মুরগী বা আগে কেনা গরুর গোশত দিয়ে ইদ পার করবে... বাকী ৪০% লোক যারা একেবারে সম্বলহীন তারা পশু জবাই এর পর হয়ত মানুষের দ্বারে দ্বারে সামান্য গোশতের জন্য হাত পাতবে।

কিন্তু আসলে কি এমনি হওয়া উচিত। এবারের সিডরের কারনে দেশের অনেক আলেম লোক বা ময়মরুব্বী বলে নিজের কোরবানী কমিয়ে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য করো। ভালো কথা। অন্তত এইটুকু মানবতা বোধ জন্মেছে তাদের জন্য। কিন্তু এই ইদের যে তাক লাগানো পশু জবাই বা আহামরি বাহুল্য তাকি কমে যাবে... নাকি কোনো বড়লোক নিজের জায়গার কোরবানী বাদ দিয়ে ক্ষতিগ্রস্ত বা যারা কোরবান করতে পারে না তাদের সাথে গিয়ে কোরবানী করবে? আসলেই দেশে যখন কোনো কিছু হয় তখন ও প্রতিযোগীতা থাকে বা লোক দেখানো থাকে সাহায্য করা বা গরীবদের বুকে টেনে আনা।

যত কথা বলি না কেনো একই কথা হয়ত আমরা সবাই ভাবছি। ইদ চলে গেলেই হয়ত আর ভাবা হবে না তাদের কথা। আসলে এই ধরনের টপিক কোনো মানে রাখেনা। সবাই এখন সবার অবস্থান নিয়ে ব্যস্ত। হয়ত এই লেখার মাধ্যমে আমি ও আমার ইমেজটা বাড়ানোর চেষ্টা করছি..... যেতে যেতে আমার পরিচিত এক ফকিরের কমন ডায়লগ দিতে মন চাইলো।

প্রত্যক কোরবানীর ইদে তার একটাই ডায়লগ "গরীব মাইনষের আবার কিয়ের ইদ, বড়লোকে হাড্ডি দিলে হাড্ডি চাবামু আর গোশত দিলে গোশত খামু"------ কথাটার একটা মানে আছে বৈকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.