আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশের মাটিতে শুয়েই বীরশ্রেষ্ঠদের কানে বাজলো কলংকের ধ্বনি!!

munirshamim@gmail.com

বাঙালী জাতির ললাটে আবারও কালিমার টিপ পরানো হলো। আবারও বেদনার অন্ধকারে ছেয়ে গেল আমাদের সমস্ত অহংকার। ব্যর্থতার চাদরে আবৃত হলো আমাদের বিজয়-উল্লাস। আমাদের গৌরব গাঁথা। কারণ আমরা পারিনি, আমাদের শিশুরা পারেনি, এবারের বিজয় মিছিলে সামিল হতে।

আমাদের আবেগ আর ঐহিত্যের বর্ণীল মূর্ছনা দিয়ে অযুত কন্ঠে আমরা গাইতে পারিনি এবার আমাদেরই পূর্বসূরীদের রক্তের তুলিতে রচিত আমাদেরই বিজয়গাঁথা। কারণ এবারের ষোলই ডিসেম্বরের বিজয় মিছিল বের করার অনুমুতি মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। অথচ সম্মিলিত সাংস্কৃতিক জোট গত ১৮ বছর ধরে এ বিজয় মিছিল বের করছে। এ বিজয় মিছিল আমাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। এমন কি রাষ্ট্র, আমদের কথা বলবার অধিকার, যখন স্বৈরাচারের হাতে বন্দী ছিল তখনও এ বিজয় মিছিল বের হয়েছে।

অথচ এ প্রথম আইনী প্রক্রিয়ায় বন্দী হলো আমাদের বিজয় মিছিল করতে পারার স্বাধীনতা। বন্দী হলো আমাদের আবেগ ও অনুভূতি। আমার চার বছরের ছোট্র মেয়েটিকে আমি কথা দিয়েছিলাম-বিজয় মিছিল দেখাবো বলে। আমি তার কাছে কথা রাখতে পারিনি। আমার মতো অনেক বাবা, মা-ই হয়তো তার প্রিয় সন্তানের কাছে দেয়া এ অঙ্গীকার রাখতে ব্যর্থ হয়েছেন।

শিশুদের অনাবিল আকাঙ্খা মৃত্যুবরণ করেছে প্রশাসনের সিদ্ধান্তের কাছে। কী হতো যদি বিজয় মিছিল বের হতো! বড় জোর হয়তো সবাই সমস্বরে যুদ্ধাপরাধীদের বিচার চাইতো। রাজাকার আলবদরদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের কথা বলতো। যুদ্ধাপরাধীদের বিচারের মানবিক দাবিটি আরও আনুষ্ঠানিকতা পেত। আরেকটু জোরালো হতো।

আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় গৌরব এ প্রজন্মকে নতুন ভাবে উদ্বেলিত করতো। তাতে কার ক্ষতি হতো। নিশ্চয় রাজাকারদের। কিন্তু আমরা পারিনি আমাদের বিজয় মিছিলে সামিল হতে.... যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম সে মুক্তিযুদ্ধের বিজয় মিছিল বের করবার জন্য অনুমুতি চাইতে হয়, আবার সে চাওয়াটাও অপূর্ণ থেকে যায় তখন সদ্য দেশে ফিরে আসা বীর শ্রেষ্ঠদের আত্মাও কি শান্তিতে ঘুমুতে পারে? নাকি তাদের নতুন সমাধিতে কেবল কষ্ট ও বেদনার বালি জমা হতে থাকে!!! বিজয় মিছিলে সামলি হতে না পারার আমাদের ব্যর্থতা দেখে নিশ্চয় যুদ্ধপরাধীরা খুশী হয়েছে। মনে মনে এ রকম একটি সিদ্ধান্তকে বাহবা দিয়েছে আর অট্র হাসি হেসেছে।

লাখো মুক্তিযোদ্ধার রক্তে কেনা আমাদের প্রিয় মাতৃভূমিতে এমন ছলনা আর ঘাতকের অট্রহাসি আর কতদিন চলবে.....?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.