আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে কাটলো ব্লগারদের মিলন মেলা

সুখীমানুষ

বাধ ভাংগার আওয়াজের মত আমাদের অনেকেরই ধৈর্যের বাধ ভেঙ্গে গেলো কখন হবে সেই মিলন মেলা। অবশেষে এই মহেন্দ্রক্ষন আসলো। যথাস্থানে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছি, দেখলাম রিজভী ভাইকে। আহা কি স্বর্গীয় সেই হাসি, কতইনা শিশু সুলভ সেই হাসি। ১.৪৩ সেকেন্ডের একটা বিশাল কোলাকুলি করলাম।

পাশেই দেখি একজন লোক দাড়ায়ে আছে, ভাবলাম এ নিশ্চয়ই শামীম ভাই, আগায়ে গিয়ে কোলাকুলি করলাম। কোলাকুলি শেষ হলো, কিন্তু যার সাথে কোলাকুলি করলাম তার বিস্ময় শেষ হলোনা। "আমিতো শামীম না!" বলেই সেই লোক বেরসিকের মত চলে গেল। রিজভী ভাই হাসতেই আছে, হাসতেই আছে । যাই হোক অবশেষে দেখা হলো শামীম ভাইএর সাথে।

বল্লাম, ভাইজান, আপনার কোলাকুলি আপনারটা ভুলপাত্রে দিয়ে দিসি, কিচ্ছু করার নাই। এরপর ৩ জন মিলে অপেক্ষা করা শুরু করলাম আর কে কে আসে তার জন্য। এর পর আসলো কেএস আমিন ভাই, নাঈম....। ধীরে ধীরে সত্যিই যেন মেলা বসে গেল। পাশের সহস্র অচেনা মুখের মধ্যে খুঁজতে থাকলাম আরো কিছু অচেনা মুখ, যাদের লেখার সাথে আমরা পরিচিত! শুরু হয়ে গেল আড্ডা।

কার লেখা কেমন, কার মান কেমন ইত্যাদি নিয়ে। অরিল ভাইকে সবাই ধরলো সাইট সম্পর্কে বিভিন্ন অভিযোগ নিয়ে, উনি কেবলই হাসছে। সো, এর রেজাল্ট কি হবে তা কেউ ই কিছু বুঝলোনা। কেক কাটা হলো, অনুষ্টান (আড্ডা) শুরু হয়ে গেল। আহারে কি মজা, কি মজা!! যাদের লেখার সাথে পরিচয় ছিলাম, তাদেরকে সরাসরি দেখে খুবই মজা লাগছে।

আসে পাসে অনেক মানুষ অতি আগ্রহ নিয়ে দেখছেন এই মেলা, ব্লগারদের মেলা। বিহংগরূপি মহত্মন তো থাকেন বাইরে, তবু এত এত মানুষের ভীরে মনে হলো মহত্মনও হয়ত কোথাওনা কোথাও আছেন। তিনি আমাদের সাথেই আছেন! ( পুরাটাই কল্পনা !)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.