আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবক যাতনা



তোমার শাড়ীর আচল দিয়ে রাত্রিকে বেঁধে রেখো, তবেই তুমি আর কোনদিন আমায় দেখবে নাকো। দু:খ আমার লুকায় যদি তোমার চুলের ফাঁকে, সান্তনা নয় ভৎসনা দিয়ে ফেরত পাঠিও তাকে। কল্পনা মোর ভুল করে যদি তোমার পথে হাটে, স্বযতনে তাকে ডুবিয়ে মেরো বন্ধ্যা নদীর ঘাটে। কাব্য আমার প্রতিবাদী হলে তোমায় ছেড়ে যেতে, ছন্দ-পাত্রে বিষ তুলে দিও আকন্ঠ গিলে খেতে। আমার স্মৃতি কোন দিনও তোমায় যদি ডাঁকে, নিজ হাতে তুমি সুখের আড়ালে কবর দিও তাকে। স্বপ্ন আমার ঘুমায় যদি তোমার চোঁখের ভাঁজে, হতভাগাটাকে জাগিয়ে দিও ভুল-ভাঙ্গা কোন সাঁঝে। নাট্যশালার নাটক শেষে যদি দেখ ভালো আছি, বুঝবে কি তুমি ব্যথা আর আমি কতটাযে কাছাকাছি? ভুলতে তোমায় জল ছড়ালে আমার অবুঝ মন, কি দিয়ে তার মান ভাঙ্গাবো বলবে কি তখন? আমার দেখা স্বপ্ন এখন অন্য কেউ আঁকে, তোমার ভোলা দিনের হিসেব পঞ্জিকা মনে রাখে। মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্ট, আমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট। -অভ্র শাহরিয়ার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।