আমাদের কথা খুঁজে নিন

   

আমি রাজনীতি বুঝিনা



আমি রাজনীতি বুঝিনা আমি রাজনীতি বুঝিনা। আমি এক সাধারন মেয়ে। সকালে ঘুম থেকে উঠি, মুখ হাত ধুই,পড়তে বসি। ঘরের কাজ সারি,ক্লাসে যাই। স্যারদের লেকচার শুনি আর টুকে টুকে রাখি।

আমি রাজনীতিতে সক্রিয় নই। তাই অফ পিরিয়ডে সেমিনার এ বসি। কখনোবা কমনরুমে। কখনোবা শাহবাগের সিনোরিটায় চলে যাই গরম সিঙাড়া খাবার লোভে। নাদের আলি বলে ঘন ঘন হরতাল।

হৈ চৈ চারিদিকে। আপা দ্যাশটার হইলো যে কি। তবু সাধারন আমি কিছুই বলিনা। মিছিলেন জনারন্যে চেনা অচেনা মুখ দেখি। শ্লোগান শুনি।

প্রতিদিন খবরের কাগজের প্রতিটা বিবরন খুঁটে খুঁটে পড়ি। তবু রাজনীতির আমি কিছুই বুঝিনা। টিএসসিতে কবি মজনুর সাথে দেখা হয়। আমাদের ডেকে প্রেমের কবিতা শোনায়। এরই ফাঁকে কিছু রাজনৈতিক খবরাখবর।

আমার হৃদয়ের পাশ ঘেষে যায়। বললাম আমি রাজনীতির কিছুই বুঝিনা। শুধু চাই মানুষের নিরাপত্তা। স্বাধীনদেশের হৃত স্বাধীনতা। মানুষের পরিশ্রমের অন্ন।

বাঙালীর হৃত ব্যক্তিত্ব,মনোবল। মানুষের স্বকীয়তা,মুল্যবোধ না থাকলে আদর্শ মাতা পিতা হবে কি করে? বেচাকেনা বন্ধ হোক ব্যক্তিত্বের। বাঙালীর হৃদয়ের নীরব কোনের সেই বিসুবিয়াস আগুন জ্বালাক। জ্বলে যাক সব অত্যাচার,অনাচার। হৃদয়ের আপন মহিমায় সমুজ্জ্বল হোক জাতি।

রাজনীতি বিলীন হোক। কল্যান হোক মানবতার। সব মিলিয়ে সুখে থাক নাদের আলি। প্রেমের কবিতায় ভরিয়ে দিক মজনু। আর নিশ্চিন্তে আজীবন ভালোবাসি আমরা।

আমি এই সাধারন মেয়ে অনিয়মের নিয়মগুলোকে রাজনীতি বলে কিছুতেই মানতে পারিনা। আমি তাই রাজনীতি বুঝিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.