আমাদের কথা খুঁজে নিন

   

বেদনা এই কথাটি বিষয়ে অনুচিন্তা

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

ভিট্‌গেনষ্টাইন বলেন যে 'বেদনা পাই' এই কথাটি ক্রন্দন আর বিলাপের স্থান জবরদখল করিয়াছে। 'বেদনা' এই কথাটি বেদনার অভিব্যক্তিকে প্রকাশ করে না, বরং তাহার স্থান দখল করিয়া বসে। জবরদখল করে এবং স্থানচ্যুত করে। তদ্দ্বারা বেদনার বেলায় সে এক নূতন ব্যবহাররীতি সৃষ্টি করে। বেদনা এবং আমাদের মধ্যে শব্দটি উড়িয়া আসিয়া জুড়িয়া বসে স্তব্ধতার কোনো আচ্ছাদনের মতো। ইহা স্তব্ধ করিয়া দেওয়াই। ইহা সেই ছুঁচ যে রক্ত আর পৃথিবীর সংযোগসাধক শেলাই খুলিয়া দেয়। শব্দটি হইল মুক্তির প্রথম পদক্ষেপ কারু নিজের কাছে হইতে মুক্তিরঃ যদি দৈবাৎ অন্যরা আশেপাশে থাকে। ________________________ মূলঃ মিরোস্লাভ হোলুব অনুবাদঃ মানবেন্দ্র বন্দোপাধ্যায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।