আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকের নামে ভাড়ামো...

ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।

ব্লগে বেশ কজন জোকার আছেন।

যারা কৌতুকের নামে ভাড়ামো করেন। কাট-পেস্ট মাস্টার তারা। কোনো কাজ নেই, তাই ফুস করে একটা জাদুঘরে রাখার মতো পুরোনো কৌতুক পুস্ট কইরা দেয়। বাহবা কুড়ানোর খায়েশ। কিন্তু আয়েশ না পেয়ে পায়েস নামক খ্যাতি তাদের কাছেও যায় না।

সেই সব ভাড়দের জন্য করুনা, সহমর্মিতা। গোপাল ভাড়ের উত্তরসুরি হতে পারল না বলে, দু:খ করার কোনো কারণ নাইম বাহে। এদেশে যেমন গাইতে গাইতে সবাই গায়েন হয়ে যায় তেমনি আপনারাও ভাড়ামো করতে করতে গোপাল ভাড়ের মতো হয়ে যাবেন আমা রাখি। চারিয়ে যান দাদা (দাদি রাও!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.