আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকের মত মনে হলেও ঘটনা বাস্তব !

তিন চার মাস আগের ঘটনা , নিজাম মিয়া গেছে তার নানীর জন্য সুপারি কিনতে । দোকানদার এক হালির দাম চাইল চল্লিশ টাকা । নিজাম বলল, * * * * * এইমাত্র এক হালি কমলা কিনলাম বত্রিশ টাকা দিয়ে আর আপনি এক হালি সুপারি চাইছেন চল্লিশ টাকা ? দোকানদার নির্বিকার ভাবে বলল, কমলা যখন সস্তা আপনি আরও এক হালি পান খাওয়ার জন্য কিনে নিয়ে যান । -------------------------******************------------------------------ আমাদের উপজেলার এক মার্কেটে প্রায় ৩৫ জন দোকানদার । টি স্টল মাত্র একটি ।

একদিন আমি সহ বেশ কয়েকজন দোকানদার টি স্টলে বসে চা খাচ্ছি । অলস সময়ে একথা সেকথার পর প্রসঙ্গ উঠলো , কোন দোকানদার চা দোকানে বেশি খরচ করে । স্টলের মালিক বজলুকে জিজ্ঞেস করা হল তোমাদের দোকানে কে বেশি খরচ করে ? --অমুক স্টোর -- তার পর ? ----------- তারপর ? ---------- পাশের ---- ফ্যাশানের মালিক রফিক সিরাজি ( ছদ্ম নাম )। কঞ্জুস হিসাবে যার সুনামের ধারে কাছেও কেউ নেই । তিনি দোকানে বসে সবার কথা শুনছিলেন ।

এক সময় সবার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো । একজন বজলুকে জিজ্ঞেস করল, সব চেয়ে কম খরচ করে কে ? ---- সাহা বাবুরা । সবার উৎসাহে কিছুটা ভাটা পড়লেও একজন কিছুটা উৎসাহ সঞ্চয় করে বলল , তারপর ? ---- চলিম মিয়া । তারপর ? --------- দেখা গেল সবার কাঙ্ক্ষিত নামটা আসচেনা । একজন অধৈর্য হয়ে নিচু স্বরে বলেই ফেলল , রফিক সিরাজিরা ? তাদের নাম বলছ না কেন? বজলু লজ্জিত হয়ে বলল, কে কম খরচ করে আপনারা তার নাম জানতে চেয়েছেন আমি বলেছি , রফিক সিরাজির নাম বলব কেন ? উনি তো কখন চা টা খান নাই , কখনও কোন খরচও করেন নাই ।

------------------------**************************--------------- সকালে মাছ বাজারে একজনকে দেখলাম মাছ মুলামুলির চেষ্টা করছেন । মাছ ব্যাপারী সরাসরি জানিয়ে দিলেন, এটা গরু বাজার নয় যে মুলামুলি করবেন, এটা মাছ বাজার , মাছ বাজারে কোন মুলামুলি নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.