আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনকে রুখে দিল চিলি

মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় দু’দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়ায় বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।
স্প্যানিশদের হতবাক করে খেলার পঞ্চম মিনিটে স্ট্রাইকার এডুয়ার্দো ভার্গাসের গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। তবে ৩৭ মিনিটে স্ট্রাইকার রবের্তো সলদাদোর গোলে সমতায় ফেরে ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দলটি।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে আবারো দলকে এগিয়ে নেন ভার্গাস। তবে তাদের হতাশ হতে হয় ম্যাচের অন্তিম মুহূর্তে।

ইনজুরি সময়ে লক্ষ্যভেদ করে কোচ ভিসেন্তে দেল বস্কের দলকে ড্র এনে দেন বদলি মিডফিল্ডার জিসাস নাভাস গঞ্জালেস।  
এই ম্যাচে কোচ মাঠে নামেননি স্পেনের এক নম্বর গোলরক্ষক রিয়াল মাদ্রিদের ইকার ক্যাসিয়াসকে, খেলেছেন বার্সেলোনার ভিক্তর ভালদেস।
অবশ্য গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কিন্তু দেশের পক্ষে প্রথম একাদশেই ছিলেন ৩২ বছর বয়সী ক্যাসিয়াস।
বিশ্বকাপ বাছাইপর্বে ‘আই’ গ্রুপে খেলছে স্পেন; ছয় ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তিন নম্বরে আছে চিলি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।