আমাদের কথা খুঁজে নিন

   

বলগের নতুন কুতুব - কথা কিন্ত কইছে হাছাই।

রাজাকার মুক্ত ব্লগ চাই

কয়দিন আগে আচানক চিল্লাচিল্লি হুইন্না ঘুম ছুইটা গেল। চাইয়া দেহি কয়জন কোলাকুলি করবার লাগছে। বিছয় জিগাইলে কয় - একটা ব্লগার ব্যান ভী খাইছে। বিছয় বিত্তান্ত জাইনা দেহি - একলোক - নাম কয় বজলু মিয়া। হেয় নাকি কি একখান কেরামতি কইরা একজনরে ব্যান খাওয়াইছে।

চাইয়া দেহি - বজলুরে চাইরাকোনা আর তিনকোনারা বেকতে মাইছে মাথাত লইয়া ফাল পাড়বার লাগছে। আমি জিগাইলাম - বজলু মিয়া বিষয়ডা কি? কেমনি কি করলা? হেয় কয় আমি কিছু করি নাই - খালি খবরটা বেকতের আগে বাজারে ছাড়ছি। কথা এহানেই। যদি কেউ ব্যান খায় - হেইডা যে ব্যান খায় হেরে ছাড়া আর যে ব্যান করছে হেয় জানবো। এইডাই নিয়ম - এতোদিন হেইডাই জানতাম।

মনের মধ্যে একটা খটকা লাগলো। তয় বজলুর কি হেড অফিছের লগে কোন গোপন কানেকশন আছে নিহি - মাইনে উপরে লোক আছে নিহি? বিরাট চিন্তার কতা। পরে দেহি - হেই ব্যাডা আবার ব্লগিং করলো। বজলু এইবার আরেকটা পুষ্ট দিল -কিন্ত্তক বাজারভী পাইলো না। তয় বজলু যে একদিন পুরা ফাল পাড়লো - হেইডা কি "ছাল নাই ..." বজলুর কথা হুনলে বালা লাগে।

খালি মনে অয় হেই ডাকাইত সর্দারটার মতো দেখতে যে আছিল - আরে কোন এক মাইয়ারে খারাপ কথা কইয়া ব্যান খাইলো যে - হের কথা মনে অয়। তয় বজলু হাচা কথার মানুষ - হেয় কইছে "ছাল নাই কুত্তার বাঘা নাম"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.