আমাদের কথা খুঁজে নিন

   

নির্জন পৃথিবীর গান

দ্য ওয়ে আই ফিল ইট...

ধুলিময় এই ঘর নির্জন পৃথিবীর মতো এখানে শব্দরাশি ধুসর ভীষণ পৃথিবীর নাড়ি থেকে ঘ্যাঁচ করে কেটে নেয়া বিক্ষত নিঃসঙ্গ সত্ত্বা আমার ক্ষুধা আর যাতনার সামিয়ানা ছায়া দেয় আমাকে অবিরাম আমি আঙ্গুল ছড়িয়ে দেই রূপোর পেয়ালায় তারা উদ্দাম নৃত্য করে ধুলো-জমা কী-বোর্ডের কোনায় কোনায় আর চোখ, আর কান, আর কণ্ঠের শক্তি যত তারা খোঁজে ছন্দের গলিপথ... এইসব ঘরদোর লোবানের ঘ্রাণের মতো সাদা সাদা ক্যানভাসে অন্তিম শব্দ আঁকছে শুধু আমি তবু তিমির হাতড়ে খুঁজি বেহালার সুর যেন মায়ের গর্ভেই বেঁধে দেয়া দৃষ্টি আমার দেখিনা কিছুই ঠিক দূরাগত শব্দশরে তরতর তীক্ষ্ণ হয় শ্রবণের ধার শুনি ‌মহাকাল কাঁদছে ভীষণ বিষণ্ন বেদনা তার ঝুলে আছে রাতের আকাশে ঝুলে আছে নির্জন জোসনার বিষাদ বলয়ে... তবু এক দুর্বোধ্য কুহক মায়ায় বিভ্রম আঁকড়ে থাকা ভেজামাটির ঘ্রাণ আর খুঁজে ফেরা রঙচটা গোধুলির রঙ নির্জন তৃণভূমির কোনায় কোনায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।