আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে



কিংবদন্তী নামটা এতোদিনে আপনাদের পরিচিত হবার কথা । অন্তত আমার যন্ত্রণায় । এবারের বিজয় দিবস নিয়ে কিংবদন্তী এনেছে অদ্ভুত কিছু টি-শার্ট, হাফশ্লিভ এবং ফুলশ্লিভ । মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে শিরোনামের টি-শার্টটির ডিজাইন নেয়া হয়েছে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের প্রকাশিত একটি ডাকটিকেট থেকে । এছাড়াও বু্দ্ধিজীবিদের বধ্যভূমিতে প্রতিষ্ঠিত স্মৃতি সৌধের একটি ফটোগ্রাফ থেকে করা হয়েছে আরেকটি ডিজাইন, সব ক'টা জানালা খুলে দাও না ।

বিজয় দিবস নিয়ে বিজয় শিরোনামে টি-শার্টটি ডিজাইন করেছেন হালের নন্দিত ডিজাইনার আনিসুজ্জামান সোহেল । সমকালীন সময়ের প্রথিতযশা ডিজাইনারদের করা আরো কিছু টি-শার্টে এসেছে মুক্তিযুদ্ধ, বিজয় এবং কনসার্ট ফর বাংলাদেশ । টি-শার্ট ছাড়াও এসেছে ফতুয়া মেয়েদের ফতুয়া । আর হরেক রকম বাহারী শীতের শাল । দেশ বিদেশের কিংবদন্তীদের চিনে নেবার সৃজনশীল উপস্থিতি পাওয়া যাবে “কিংবদন্তী”র প্রতিটি পোশাকে।

এর সাথে দেশীয় চেতনার প্রতিনিধিত্বের প্রবনতাটুকুও চোখে পড়বে সহজেই। শাহ্‌বাগ আজিজ সুপার মার্কেটের দোতলায় ১২৭ নং দোকানে কিংবদন্তীর নিজস্ব বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে ছেলেদের টি-শার্ট, ফতুয়া, শর্ট-শার্ট, হাফ-শার্ট, ফুল-শার্ট, শর্ট-পাঞ্জাবি, মেয়েদেও থ্রি-পিছ, ফতুয়া, ওড়না। কিংবদন্তীর সকল পোশাকে ব্যবহার করা হয় দেশীয় তাঁতের কাপড়। পোষাক ছাড়াও পাওয়া যাবে ছাপাকলের বিখ্যাত বরেণ্য ব্যক্তিদের পোস্টার। ঢাকার বাইরে ময়মনসিংহের সাহেব আলী সড়ক, নতুন বাজারে “কিংবদন্তী”র শাখা রয়েছে।

সিলেটের 'তুলনায়' এবং চট্টগ্রামের মেহেদীবাগে বিশদ বাংলায় কিংবদন্তীর পোশাক পাওয়া যায়। ( ফ্যাশন ব্লগিং !!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.