আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির পাগলামি:৬

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

অনেক আপন জনের মাঝেও নিজেকে যখন একা লাগে।নিজেকে মূল্যহিন বলে মনে হয়।প্রতিটি ধাপ যখন তোমাদের কাছে ভুল মনে হয়।হুট করে যখন কোন সপ্নো ভেঙ্গে যায়। যখন সকল আপন জনকে দূরে সরে যেতে দেখা যায় তখন জগ? শূন্য লাগে......... হইতো আমি মূল্যহিন তাই আমার কোন কাথর মানে নাই হইতো আমি সাধারন তাই আমাকে নিয়ে কোন আগ্রোহ নাই যখন ইচ্ছা দূরে সরে যাও যখন ইচ্ছা কাছে আসো কখনো ভাবোনা আমারও মন আছে জেনে রাখো মন হারিয়েছে বলে মন দিয়েছি বলে মনটা তোমার কেনা নই শুধু এই কামনা যেখানে থাকো যেমন থাকো ভালো থেকো ব্যপার না আছি কোথায় ভালোবাসা সব সময় হ্নিদয়ের কোঠায়.........


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।