আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির পাগলামি!:৫

জোনাকি জ্বলা রাতে মন যেতে চাই তারা ছুতে

নিঃসঙ্গতা জীবনের নিরব ঘাতক। কুরে কুরে খাই মনের সকল আনন্দ। ভুলে থাকতে চাইলেও পারা যায় না। হাজার মানুষের ভিড়ে তবুও আমি আজ একা।সকল আনন্দের মধ্যেও আমি আজ সাদা কালো.......... আজও কেনো বসে আছি আমি তার অপেক্ষায় তার সাথে তো সব লেনা দেনা তো আমি সেই দিনই চুকিয়ে দিয়েছি তারপরও কেনো মনে মনে থাকি পতিক্ষায় তার কেনো এই নিঃসঙ্গতা আকড়ে ধরে রাখে আমায় আমি তো চাইনি মনে রাখতে তাকে চেয়েছি বাকিটা জীবন যাবে আনন্দের সগরে ভেসে তবুও কেনো মন চাইছে আজ একা থাকতে জানালাই মুখ দিয়ে তাকিয়ে থাকতে বৃ্ষ্টি ভেজা পথের দিকে অথবা ঘরের কনে চুপটি করে সৃতির গলিতে ঘুরতে.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।