আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের ডিসেম্বর মাসের ঘটনা নিয়ে সিরিজ --- বিজয়ের প্রান্তরে : ১ ডিসেম্বর ১৯৭১

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ডিসেম্বর মাস অনেক ধরনের তাৎপর্য বহন করে। ইতিহাসের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ডিসেম্বর মাস থেকেই ভিন্ন মাত্রা যোগ হয়। ডিসেম্বরে এসেই স্পষ্ট হয়ে উঠে হ্যা বাংলাদেশের বিজয় অনিবার্য এবং তা খুব তাড়াতাড়িই হবে। ১৯৭১ সালের ১ ডিসেম্বর মূলত বাংলাদেশের বিভিন্ন এলাকা পাকিস্তান সেনাবাহিনীর দখল থেকে মুক্ত হতে শুরু হয়। মুক্তিযোদ্ধারা এ দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছে।

কিছু কথা : আমি ইতিহাসের শিক্ষার্থী নই। আমি ইতিহাস খুব বেশি জানি না। তবে আমার প্রাণের ভিতর থেকে একটা তাগিদ অনুভব করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোর কথা সঠিকভাবে জানতে। তাই আমি চেষ্টা করবো বাংলাদেশের জম্মের প্রারম্ভিক সময় অর্থাৎ ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যে সময়, সে সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো এ সিরিজের মাধ্যমে তুলে ধরতে। একটা বিষয় এ সিরিজের ক্ষেত্রে লক্ষনীয়।

যেকোন ব্লগার সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য এ সিরিজগুলোর মন্তব্য অংশে যোগ করতে পারবেন। ঘটনাগুলো থাকবে তারিখ অনুযায়ী। যেমন, ১৬ ডিসেম্বরের পোস্টটি হবে ১৬ ডিসেম্বরের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। যে কোন ব্লগার সঠিক এবং গুরুত্বপূর্ণ কোন তথ্য যোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।

বিশেষ দ্রষ্টব্য : ব্লগার অমি রহমান পিয়াল ভাই একই ধরনের একটি সিরিজ লেখা শুরু করেছেন। আশা করছি ১৯৭১ সালের ডিসেম্বর মাসের সঠিক ইতিহাস পিয়াল ভাইয়ের লেখায় চলে আসবে। তারপরও একই ধরনের সিরিজ আমিও শুরু করলাম। এইরকম একটা সিরিজ লেখার ইচ্ছে গত অক্টোবর মাস থেকে। তাই প্রানের তাগিদ থেকেই সিরিজটা লেখা শুরু করলাম।

আশা করছি বিষয়টাতে কেউ ভুল বুঝবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.