আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন।

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন। উপাশ্রয়ের খোঁজে নিত্য নতুন বায়না ধরে। তেপায়া মানবযানের জট পেরিয়ে - উপ্ত-সুপ্ত মনের জোরে আমি হেটে যাই। আমি প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন।

জঙ্গম স্বত্বার দুর্দমনীয় হুংকার আসে কানে। শাসন- শোষণের করাঘাত মন ভাঙ্গে। চতুরালি চোখ মৌনতার দেয়াল গড়ে, জাওলা হয়ে বেঁচে থাকা বিষণ্ণতাকে আঁকরে ধরে। তোষামোদ নয় এখানে আছে কষ্টের জীর্ণতা, থুড়থুড়ে বোধে জন্ম নেয়া স্বপ্নের মৃদু কান্না। প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন।

মানবতার পাণ্ডুলিপি হাতে নিয়ে। বন্ধনে আবদ্ধ সন্ন্যাসিনী ভাবনা গুলোর- মুক্তির দাবিতে আমি হেটে যাই। আমি প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন। আমরণ অনশনে চোখে পরে কঙ্কালসার দেহ, বিক্ষোভ সমাবেশে পাই পেষণির মন্ত্র। পুড়ে যাওয়ার ভয়ে করি জলের সাথে সন্ধি, প্রলাপ নয় বাস্তবতা আমার একমাত্র সঙ্গি।

অশরীরী চেতনায় শুনি দ্রোহের আর্তনাদ , মিথ্যে সব রণকৌশল এ শুধু প্রলয়ের চিৎকার। প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন। পিছনে ফেলে নীরক্ত মলিন ইতিহাস। হতাশা- ক্লান্তিতে উন্মেষ ছড়িয়ে- অফুরন্ত জীবনের উল্লাসের খোঁজে আমি হেটে যাই- আমি প্রেসক্লাবের পথে হেটে যাই প্রতিদিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.