আমাদের কথা খুঁজে নিন

   

সে কোন মানবী!

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সে কোন মানবী! কাঁদবে যদি ভালবেসে অমাবশ্যায় কেঁদো তবে; দেখবেনা কেউ চোখের জল, কষ্ট মনের গোপন রবে। বাসবে যদি ভাল তবে পূর্ণিমাতে বেসো ভালো, জোসনাভরা মন আকাশে দেখবে শুধু চাঁদের আলো। ছোঁবেই যদি মনটা তবে শিশির ভেজা পরশ দিও, আঁকবে যদি স্বপ্ন চোখে ঘুম জড়ানো আবেশ দিও। ভালবেসে চাও যদি মন একটু তোমার আদর দিও, সুখের ছোঁয়া পাও যদি তবে মনের কোণে ঠাঁই দিও। ভাসবে যদি প্রেম জোয়ারে দাওনা মনের বাঁধ খুলে, ভালবেসে ডাকবো কাছে আসবে সকল লাজ ভুলে। হিসেব কষে হয়না প্রেম, প্রেম চিরকাল বেহিসেবী, আমার মনে প্রেম জাগালে- জানিনা সে কোন মানবী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।