আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামি রাষ্ট্রঃ প্রেক্ষিত সৌদি আরব

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

ব্লাড মানিঃ দি'য়া (Diyya) ইসলাম বিশ্বাস করে আল্লাহর আইনে, মানুষের আইনে নয়। সৌদি আরবে আইন কানুনের মূল উতস 'মানুষ-লিখিত' কোন সংবিধান নয়, কুরআন। ইসলামী শরীয়ায় নরহত্যার দায়ে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা আছে। একে বলা হয় দ্বি'য়া বা 'ব্লাড মানি'। সৌদি আরবে এ ব্যবস্থা প্রচলিত আছে এবং দ্রুত কার্যকর করা হয়। সজ্ঞানে কিংবা দুর্ঘটনাবশত, উভয় প্রকার হত্যার জন্যেই এটি সমানভাবে প্রযোজ্য। বর্তমান 'ব্লাড মানি' প্রদানের হারঃ ১,০০,০০০ রিয়াল যদি মৃত ব্যাক্তি মুসলমান পুরুষ হন ৫০,০০০ রিয়াল যদি মৃত ব্যাক্তি মুসলমান নারী হন ৫০,০০০ রিয়াল যদি মৃত ব্যাক্তি খ্রীষ্টান পুরুষ হন ২৫,০০০ রিয়াল যদি মৃত ব্যাক্তি খ্রীষ্টান নারী হন ৬,৬৬৬ রিয়াল যদি মৃত ব্যাক্তি হিন্দু পুরুষ হন ৩,৩৩৩ রিয়াল যদি মৃত ব্যাক্তি হিন্দু নারী হন তাহলে সৌদিমতে শরীয়া' ব্যবস্থায়ঃ একজন মুসলমান পুরুষ = কতজন হিন্দু নারী? উত্তরঃ ৩০ জন (প্রায়)! দাবী করা হয় ইসলামী ব্যবস্থা সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে, এই হচ্ছে তার ব্যবহারিক উদাহরণ! তথ্যসূত্রঃ ১. ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা'র ওয়েবসাইট ২. উইকি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.