আমাদের কথা খুঁজে নিন

   

বিয়েতে কি উপহার দিবেন????

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই দুটি কারনে হোম/কিচেন এপ্লায়েন্স শোরুম গুলোর দরকার পড়ে বেশি। প্রথমত হলো নিজের পরিবারের জন্য কিছু কিনতে। দ্বিতীয়ত হলো কাউকে উপহার দেবার জন্য। বিশেষ করে বিয়েতে গিফটের জন্য কি কিনবো কোথা থেকে কিনবো এই নিয়ে একটি ঝামেলাতে সবাইকেই পড়তে হয়। একই সাথে বাজেটের সাথে পন্যের সমন্বয়তো আছেই।

শখের বসেই করলাম ফ্যামিলি নিডস নেটওয়ার্ক (http://www.familyneeds.net/)। উদ্দেশ্য ছিলো গৃহপন্যের একটি তালিকা করা দাম সহ। কিছু কাজ আগানোর পরে মনে হলো পন্যের তালিকা না হয় তৈরী করলাম কিন্ত কোথায় পাওয়া যাবে এটা না জানলে কেমনে হবে। শুরু করলাম শোরুমগুলোর ঠিকানা সংগ্রহ করা। পাওয়া যাচ্ছে, কিন্তু এন্ট্রি দিতে দিতে জান শেষ প্রতিটি পন্যের সাথেই সেই পন্যের শোরুম সার্চের ব্যবস্থা করে ফেলেছি।

সব গুলো শোরুম এখনও এন্ট্রি দেয়া হয়নি, আশাকরি অল্প দিনেই শেস করতে পারবো। নিজের সংসারের জন্যই হোক অথবা উপহারের জন্যই হোক। দাম এবং প্রাপ্তিস্থানের জন্য আপনি নিদ্বিধায় ঢু মারতে পারেন http://www.familyneeds.net/ [ ছবি: নেট ]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।