আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম বলতে যা বোঝায়-২

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ধর্ম সত্য, কেননা, মানুষের জন্ম মানুষের পেট থেকে হয়নি, আদম (আ কোন মা পেট থেকে জন্ম নেননি। তাই আপনাকে মানতেই হবে আপনি ঐ মহান রাব্বুল আলামিন এর সৃর্ষ্টি, আর যেহেতু পৃথিবীর সমস্ত দাবী ছায়াপথে এসে থেমে যায়, কারন সেখানে যাওয়া সাধ্য কারও নেই, পক্ষান্তরে মহান আল্লাহতায়ালা কুরআনে বলেছেন, "তোমার আকাশকে বিদীর্ণ করতে পারবে না, জমিন ফেঁড়ে যেতে পারবে না। "। আবারও এ কথাও আপনাকে মানতেই হবে যে, মহানবী (স) সমস্ত আকাশ সংস্কৃতির সমস্ত খবর জানতেন, যা আজও চাঁদ ভ্রমনকারীরা চাদেঁর ফাটল দেখে উপলব্ধি করেন। এবার বিজ্ঞানে আসেন, কোথায় যাবেন, জীবন বলতে কি বোঝাতে চান, কিছু হাড়ের উপর চামড়ার প্রলেপ, না, ধোকা।

তা কম্পিউটারের সে সফটওয়্যারের মত হার্ডওয়ার অচল যার নিয়ন্ত্রনবিহীন। আপনি শুনুন। পৃথিবীতে আপনার জন্ম -মরন যদি তার নিয়ন্ত্রনধীন থাকে, তবে আপনি কিভাবে এর মধ্যবর্তী সময়কে অন্যের নিয়ন্ত্রন চালাতে পারেন, পৃথিবীর মহাপন্ডিত ডাক্তারা পর্যন্ত বলেন, ঈশ্বরকে/আল্লাহকে ডাকেন, আর আপনি বলছেন, জীবনের স্বাভাবিক নিয়মে আল্লাহর নিয়মের বাইরে আপনি চলবেন। নিজের ইচ্ছামত আকাম করবেন। শোনেন পন্ডিত ব্যাক্তিরা, আপনারা যত লাফালাফি করেন, আপনাদের মরার আগে ঠিকই কলেমা পড়তে দেখা যায়, আর বুড়ো বয়সে ঝিমানো দিনগুলোয় মসজিদে মাথা টাকাতে দেখা যায়।

যদি আল্লাহ সত্য হয়ে থাকেন, যদি আপনি নবী (স) স্বীকার করেন, যদি আপনি নিজের জীবন -মরনের নিয়ন্ত্রন নিজে না করতে পারেন, তাহলে আপনার কোন অধিকার নাই ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে ফেলে রাখা। কারন আপনার সৃর্ষ্টিকর্তাই বলেদিয়েছেন তোমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা কর। চলবে.....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.