আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

গন্তব্য এই মুহূর্তে হাতের কাছে একটুকরো সাদা কাগজ পেলে মন্দ হতোনা। বড্ডো মনভুলো আমি, তবুও কলমটা পকেটে নিতে কখনও ভুল করিনা। কবিতা লেখার ইচ্ছে মনে তাড়া করে- তাই অদ্ভুত সব থীম খুঁজে বেড়াই। আমার পাশে বসা মেয়েটা, নরম স্বরে অনর্গল কথা বলে যাচ্ছে মোবাইলে। কোন এক ছেলের সাথে দেখা করবে তাই উত্তরা থেকে উঠেছে এই ভলভো বাসে।

যাবে মতিঝিল, কোন এক অফিসে। শাপলা চত্ত্বরের কাছাকাছি আসতেই মেয়েটি জিজ্ঞেস করলো, “এই যে শুনছেন, সারা টাওয়ারটা কোনদিকে বলতে পারেন? আমি এদিকটা তেমন ভাল চিনিনা। খুব একটা আসা হয়না”। বেশ স্মার্ট মেয়েটা। লম্বাটে গড়ন।

পরনে থ্রী-পিস, হাতে মোবাইল, চোখে সানগ্লাস, চটপটে ভাব- শ্যামলা বরণ। হাতের ইশারায় সাদা একটা উঁচু বিল্ডিং দেখিয়ে বললাম, ওটাই “সারা টাওয়ার”। এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাবেন। আমি নিজেও একটা রিক্সায় চেপে অফিসের পথ ধরলাম। হাতের কাছে সেই সময় এক টুকরো সাদা কাগজ থাকলে হয়তো দুকলম লিখেই ফেলতাম।

ভালবাসার উত্তুরে বাতাস এমনি করেই দখিনা বাতাসে মেশে, হোক সে ঠিকানাবিহীন- খুঁজে সে পাবে কোন এক মনের ঠিকানা। প্রেমের অমোঘ টানে, দুই প্রান্তের দু্জন মানুষকে এমনি করেই কাছে টেনে আনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।